স্পোর্টস ডেস্ক: ৬৯ মিনিটে দুই গোলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। শিরোপা জয়ের আশা যেনো নিরাশায় পরিণত হওয়ার পথে। তবে ওদিকে একই সময়ে হওয়া লিভারপুল ১-১ সমতায় থাকায় আশা তখনো বেঁচে ছিল। কিন্তু লিভারপুলের উপর নির্ভর হয়ে থাকেনি সিটি।
নিজেদের সেরা পারফরম্যান্সে ম্যাচ জিতে নেয় তাঁরা।
৬৮ মিনিটে সুপার সাব হিসেবে মাঠে নেমে ৭৬ ও ৮১ মিনিটে জোড়া গোল করে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেওয়ার পাশাপাশি ম্যানচেস্টার সিটির শিরোপা জয় নিশ্চিত করেন ইলকাই গুনদোগান। মাঝে ৭৮ মিনিটে সিটিকে সমতায় ফেরান রদ্রি।
শেষ দিনে ইতিহাদে ম্যানচেস্টার সিটির দরকার ছিল তিন পয়েন্ট, সেক্ষেত্রে অন্য ম্যাচে উলভসের মুখোমুখি হওয়ার লিভারপুল জিতলেও শিরোপা জিতবে সিটি। এমন সমীকরণের ম্যাচে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়েই মাঠ ছেড়ে চ্যাম্পিয়নরা।
যদিও শুরুটা মোটেও ভাল হয়নি পেপ গার্দিওলার দলের। দুই গোলে পিছিয়ে পড়ায় হারের শঙ্কা জাগে। তবে সেই শঙ্কা দূর করে দুর্দান্ত কামব্যাকে শিরোপা উদযাপনে মাতে সিটিজেনরা।
অন্যদিকে ঘরের মাঠে ৩-১ গোলে জিতলেও এক পয়েন্ট পিছিয়ে থাকায় আবারও রানার্সাপ হতে হল লিভারপুলকে। যদিও তিন মিনিটে পেদ্রো নেতোর গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। এরপর ২৪ মিনিটে সাদিও মানে সমতায় ফেরায় ক্লপের দলকে। দ্বিতীয়ার্ধে সিটি যখন ৩-২ গোলে এগিয়ে যায় তখন আক্রমণে ধার বাড়িয়ে মোহাম্মদ সালাহ ও রবার্তসন বল জালে জড়ালেও তা শুধুই তিন পয়েন্ট এনে দিয়েছে।
এতে শেষ পাঁচ মৌসুমের চারটিতেই লিগ শিরোপা জিতে নিল ম্যানচেস্টার সিটি। সবমিলিয়ে অষ্টমবারের মত লিগ শিরোপা জিতল সিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।