প্রিমিয়ার লিগের সেরা ফুটবলার বসুন্ধরা কিংসের রাকিব

rakib

খেলাধুলা ডেস্ক : বাফুফে ভবনে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠানেই প্রিমিয়ার লিগ ও অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগের বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রিমিয়ার লিগের গত মৌসুমের সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড রাকিব হোসেন

rakib

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১৮ ম্যাচ খেলে রাকিব ১০ গোল করেছেন, অ্যাসিস্ট দুটি। পেশাদার লিগে কিংসকে টানা পঞ্চম ট্রফি জেতাতে তার রয়েছে অসামান্য অবদান। এছাড়া জাতীয় দলের ২৬ বছর বয়সী ফরোয়ার্ড মোহামেডানের বিপক্ষে গোল করে কিংসকে স্বাধীনতা কাপও জেতান।

সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন আবাহনীর কর্নেলিয়াস এজেকিয়েল স্টুয়ার্ট। ১৯ গোল করেছেন তিনি। এছাড়া সেরা গোলকিপার হয়েছেন বাংলাদেশ পুলিশের আহসান হাবীব। একই দলের রোমানিয়ান অ্যারিস্টিকা সিওয়াবা হয়েছেন সেরা কোচ। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে ফর্টিস এফসি।

সেরা রেফারির পুরস্কার পেয়েছেন পাঁচ মাসে পাঁচজন- নাসির উদ্দিন, সাইমন হাসান, জালাল উদ্দিন, আনিসুর রহমান ও বিটু রাজ বড়ুয়া।

চালানোর সক্ষমতা নেই এমন কারখানা বন্ধ করে দেওয়া হবে: আসিফ

জুনিয়র ফুটবলারদের এই লিগে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন চ্যাম্পিয়ন আবাহনীর ইয়াছিন আরাফাত। অনূর্ধ্ব-১৮ লিগে ফেয়ার প্লে ট্রফি পেয়েছে মোহামেডান।