বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সব জল্পনার অবসান ঘটিয়ে হাজির হল নতুন Pulsar। বুধবার নতুন Bajaj Pulsar N160 প্রকাশ্যে এনেছে Bajaj Auto। Pulsar 250 সিরিজ থেকে এই মোটরসাইকেলের ডিজাইন অনুপ্রাণিত। নতুন মোটরসাইকেলে থাকছে 164.82 cc অয়েল কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে 16PS শক্তি ও 14.65Nm টর্ক পাওয়া যাবে। এক নজরে নতুন পালসারের দাম ও ফিচার্স দেখে নিন।
বুধবার নতুন Bajaj Pulsar N160 প্রকাশ্যে এনেছে Bajaj Auto। Pulsar 250 সিরিজ থেকে এই মোটরসাইকেলের ডিজাইন অনুপ্রাণিত। এক নজরে নতুন পালসারের দাম ও ফিচার্স দেখে নিন।
Bajaj Pulsar N160: দাম
Bajaj Pulsar N160 -এর দাম শুরু হচ্ছে 1,22,854 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে সিঙ্গেল চ্যানেল ABS। ডুয়াল চ্যানেল ABS সহ Bajaj Pulsar N160 কিনতে 1,27,852 টাকা (দিল্লিতে এক্স শো-রুম) খরচ হবে। সিঙ্গেল চ্যানেল থেকে ডুয়াল চ্যানেল ABS ভেরিয়েন্ট কিনতে 4,999 টাকা বেশি খরচ করতে হবে। Pulsar 150 -র থেকে 14,394 টাকা বেশি দামে লঞ্চ হল নতুন Bajaj Pulsar N160। 160cc সেগমেন্টে Hero Xtreme 160R, Yamaha FZ-S Fi V3.0, Suzuki Gixxer, Honda X-Blade, TVS Apache RTR 160 4V -এর মতো মোটরসাইকেলের সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে নতুন Pulsar।
নতুন কী থাকছে?
নতুন বাইকে 250cc মডেলের হেডল্যাম্প ডিজাইন ব্যবহার করেছে Bajaj Auto। এই বাইকে প্রোজেক্টর হেডল্যাম্পের সঙ্গেই থাকছে LED DRL। ইন্ডিকেটরে বাল্ব ব্যবহার হলেও টেললাইটে LED দিয়েছে পুনের কোম্পানিটি। আগের মতোই এই মডেলেও থাকছে স্প্লিট সিট। আপরাইট আর্গোনমিক্সের জন্য এই বাইকে সিঙ্গেল পিস হ্যান্ডেলবার ব্যবহার হয়েছে।
তুন Bajaj Pulsar N160 -তে ব্যবহার হয়েছে 164.82 cc অয়েল কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে 16PS শক্তি ও 14.65Nm টর্ক পাওয়া যাবে। তবে Pulsar 160 -এর থেকে এই ইঞ্জিনে কম শক্তি মিলবে। যদিও টর্কের হিসাবে এগিয়ে থাকবে নতুন মডেল। যা এই বাইকের রাইডিং অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলবে।
Pulsar 250 যে চ্যাসিসে তৈরি হয়েছে নতুন Bajaj Pulsar N160 -তেও একই চ্যাসিস দেখা যাবে। সিঙ্গেল চ্যানেল ABS ভার্সনে 31 mm টেলিস্কোপিক ফর্ক ও ডুয়াল চ্যানেল ABS ভার্সনে 37 mm টেলিস্কোপিক ফর্ম থাকছে। সঙ্গে থাকছে মনোশক।
সিঙ্গেল ও ডুয়াল চ্যানেল ABS ভেরিয়েন্টে এই মোটরসাইকেল কেনা যাবে। ডুয়াল চ্যানেল ABS ভার্সনের সামনের চাকায় 300 mm ডিস্ক ব্রেক ও সিঙ্গেল চ্যানেল ABS ভার্সনে র সামনের চাকায় 280 mm ডিস্ক ব্রেক ব্যবহার হয়েছে। দুটি ভেরিয়েন্টেই পিছনের চাকায় থাকছে 230 mm ডিস্ক ব্রেক। থাকছে দুটি 17 ইঞ্চি চাকা। সামনের চাকায় 100 সেকশন টায়ার ও পিছনের চাকায় 130 সেকশন টায়ার ব্যবহার হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।