জ্যামাইকায় আসন্ন ঝড়ের প্রস্তুতি নিতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ক্রিস টাফটন।

তিনি বলেন, ‘গত কয়েক দিনে ঝড়ের প্রস্তুতির সময় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনটি ঘটনাই গাছ কাটার সঙ্গে যুক্ত। একটি ঘটনায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।’
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, সেন্ট এলিজাবেথ এলাকায় গাছ পড়ে এক স্বাস্থ্যকর্মী নিহত হন। আহত অবস্থায় তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হলেও তিনি মারা যান।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ঝড়ের প্রস্তুতি নিতে গিয়ে এখন পর্যন্ত প্রায় ১৫ জন আহত হয়েছেন। তাদের বেশিরভাগই ছাদ বা গাছ থেকে পড়ে আহত হয়েছেন।
জ্যামাইকার স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, ‘ছাদে ওঠা, বালুর বস্তা স্থাপন বা গাছ কাটা—এ ধরনের কাজগুলো দেখতে সহজ মনে হলেও ঝড়ের পরিস্থিতিতে সামান্য ভুলও মারাত্মক দুর্ঘটনা বা মৃত্যুর কারণ হতে পারে।’
এদিকে, একই ঝড়ের প্রভাবে হাইতি ও ডোমিনিকান প্রজাতন্ত্রেও চারজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) এক কর্মকর্তা জানিয়েছেন, ‘হারিকেন মেলিসা’ হবে জামাইকার জন্য শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ঝড়। সংস্থার ট্রপিক্যাল সাইক্লোন বিশেষজ্ঞ অ্যান-ক্লেয়ার ফন্টান বলেন, ‘এটি নিঃসন্দেহে জ্যামাইকার শতাব্দীর ঝড়, যার কারণে দেশটিতে ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে।’
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



