বেতন নেবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট

আসিফ আল জারদারি

আন্তর্জাতিক ডেস্ক : দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করে সরকারি বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট আসিফ আল জারদারি। গতকাল মঙ্গলবার তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান।

আসিফ আল জারদারি

প্রেসিডেন্ট দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে প্রেসিডেন্ট জারদারি বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেশ অর্থনৈতিক ব্যবস্থা যেন আরও জোরদার হয় সেই উৎসাহ দিতে তিনি এই সিদ্ধান্ত নেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক্স এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশকে যতভাবে সম্ভব সেবা করতে চান তিনি।

৭১ বছর পর পৃথিবীর সঙ্গে দেখা করতে আসছে ডেভিল

গত সোমবার পাকিস্তানে নতুন মন্ত্রিসভা গঠন করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ১৯ সদস্যের মন্ত্রিসভাকে শপথ পড়ান প্রেসিডেন্ট জারদারি।