জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু আয়োজনের কথা বলায় স্থানীয় সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
এই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেছে পৌর যুবলীগ।
জলঢাকা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন পৌর যুবলীগের আহবায়ক নাজমুল কবীর মুকুল।
তিনি বলেন, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য যুবলীগের কেন্দ্রীয় নেতা সাদ্দাম হোসেন পাভেল একজন ক্লিন ইমেজের নেতা। তিনি পৌরসভার উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করার কথা বলায় এমপির নামে এক শ্রেণীর কুচক্রী মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমরা এ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে জলঢাকা পৌর যুবলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক লাভলুর রশীদ, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মশিউর রহমান বাবু, যুবলীগ নেতা রেজাউদৌল্লা বাবু, আশিকুর রহমান মানিক ও খাদেমুল ইসলাম প্রমূখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।