বিনোদন ডেস্ক : গত ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের দুই তারকা রণবীর কপূর ও আলিয়া ভাট। পাঁচ বছর সম্পর্কে থাকার পর অবশেষে একসঙ্গে নতুন জীবন শুরু করলেন তাঁরা। পালি হিলে রণবীর কপূরের বাড়ি ‘বাস্তু’তে বসেছিল বিয়ের আসর। দুই পরিবারের সদস্যরা ছাড়া সেখানে উপস্থিত ছিলেন হাতে গোনা কিছু অতিথি। একেবারেই ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা। দীর্ঘদিন ধরে চলে আসা অনেক রীতিকে ভেঙে বিয়ে করলেন রণবীর-আলিয়া। বিয়েতে ঐতিহ্যবাহী লাল লেহেঙ্গা ছেড়ে আলিয়া ভাট বেছে নিলেন আইভরি রঙের অর্গাঞ্জা শাড়িকে। আর সেই শাড়িতে সেজেই রণবীর কপূরের সঙ্গে রূপকথার মতো বিয়ে হল তাঁর। ইতিমধ্যেই জানা গিয়েছে, আলিয়া ভাটের বিয়ের শাড়ি ডিজাইন করেছেন সেলিব্রিটি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। কিন্তু জানেন কি এই শাড়ির দাম কত?
আলিয়া ভাটের বিয়ের শাড়ির দাম কত?
প্রথা ভেঙে লাল লেহেঙ্গায় নিজেকে না সাজিয়ে তুলে, বরং আলিয়া ভাট বিয়ের জন্য বেছে নিয়েছেন আইভরি অর্গাঞ্জা শাড়ি। শাড়ির সঙ্গে হাতে বোনা এমব্রয়ডারি টিস্যু ভেল। আর তার সঙ্গে মানানসই জমকালো গয়না। সমস্ত কিছুই ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কালেকশনের। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, ডিজাইনার যে শাড়ি পরে বিয়ে করেছেন আলিয়া ভাট, তার দাম আনুমানিক ৫০ লক্ষ টাকা। যদিও সব্যসাচী মুখোপাধ্যায় কিংবা আলিয়া ভাটের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়নি। কিন্তু বিভিন্ন সূত্রে দাবি এমনটাই।
প্রসঙ্গত, আজই মেহেন্দি অনুষ্ঠানের নানা ছবি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে নিয়েছেন আলিয়া ভাট। প্রথম ছবি সাদায় কালোয়। সেখানে রণবীর কপূরের ঘনিষ্ঠ হয়ে প্রেমের রঙ মাখছেন আলিয়া। কোনও ছবিতে আবার রণবীরের হাতে ধরা রয়েছে ঋষি কপূরের ছবি। মেহেন্দির রঙে রাঙা গোটা উৎসব। আলিয়া লিখছেন, ‘মেহেন্দির অনুষ্ঠান ছিল স্বপ্ন সত্যি হওয়ার মত। একটা দিন যেটা পরিবার, প্রিয়জন আর প্রিয় বন্ধু আবৃত। আর হ্যাঁ, অনেক ফ্রেঞ্চ ফ্রাইজ। বরপক্ষের তরফ থেকে একটা চমকে দেওয়ার মতো পারফরম্যান্স। যেখানে অয়ন ডিজে বাজাচ্ছে। আর মিস্টার কপূর একটা দারুণ চমক পরিকল্পনা করিয়েছিলেন আমার জন্য। যেখানে আমার ছবির গানে আমার প্রিয় শিল্পীরা পারফর্ম করল। সেটা দেখে আমাদের চোখ ভিজল, তৈরি হল আনন্দঘন, ভালোবাসার মুহূর্ত।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।