পুরোহিতের মেয়ে নামাজের পর বিরিয়ানি রাঁধছে! আইনি বিপাকে ‘জওয়ান গার্ল’ নয়নতারা

নয়নতারা

বিনোদন ডেস্ক : আইনি বিপাকে ‘জওয়ান গার্ল’ নয়নতারা (Nayanthara)। অভিনেত্রীর নতুন ছবি ‘অন্নপূরণি’র বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে। মুম্বইয়ের থানায় দায়ের হয়েছে অভিযোগ। যাতে অভিনেত্রী ছাড়াও ছবির নায়ক, পরিচালক, প্রযোজক, প্রযোজনা সংস্থা ও স্ট্রিমিং প্ল্যাটফর্মের নাম রয়েছে বলে খবর।

নয়নতারা

গত বছরের পয়লা ডিসেম্বর মুক্তি পেয়েছে নবাগত পরিচালক নীলেশ কৃষ্ণার ছবি ‘অন্নপূরণি’। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নয়নতারা। তাঁর প্রেমিক ফারহানের চরিত্রে দেখা গিয়েছে তামিল তারকা জয়কে। ছোটবেলা থেকেই শেফ হওয়ার স্বপ্ন পুরোহিত পরিবারের মেয়ে অন্নপূরণির (বাংলায় অন্নপূর্ণা)। এই তাগিদেই রিয়ালিটি শোয়ে যোগ দেয় সে। শুরু হয় জেতার লড়াই।

ছবির একটি দৃশ্যে বিরিয়ানি তৈরি করার আগে নয়নতারার চরিত্রকে নমাজ পাঠ করতে দেখা গিয়েছে। কারণ যাঁর কাছ থেকে অন্নপূরণি বিরিয়ানি শিখেছিল, তিনি এভাবে প্রার্থনা করেই রান্নায় হাত দিতেন। এই বিষয়টি নিয়েই আপত্তি তুলেছেন রমেশ সোলাঙ্কি। প্রাক্তন এই শিবসেনা নেতা এখন বিজেপির সক্রিয় সদস্য। সোশাল মিডিয়ায় সিনেমার এই অংশের ভিডিও শেয়ার করে লেখেন, “হিন্দু পুরোহিতের মেয়ে ‘অন্নপূরণি – অন্নের দেবী’ বিরিয়ানি তৈরির আগে নমাজ পাঠ করছে।”

বলিউড বাদশা শাখরুখ এবার বাংলাদেশের সিনেমায়

জানা গিয়েছে, রমেশ সোলাঙ্কিই মুম্বইয়ের থানায় ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর করেছেন। এমন ছবি সেন্সরের ছাড়পত্র পাওয়ায় তিনি ক্ষোভও প্রকাশ করেছেন। উল্লেখ্য, নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ‘অন্নপূরণি’। স্ট্রিমিং এই প্ল্যাটফর্মের ভারতীয় বিভাগের আধিকারিকের নামও নাকি অভিযুক্তদের তালিকায় রাখা হয়েছে।