আন্তর্জাতিক ডেস্ক : রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান হতে যাচ্ছেন সাবেক প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের ছেলে পাভেল প্রিগোজিন। এমনটাই জানিয়েছে মার্কিন থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)। প্রতিষ্ঠানটি দাবি করছে, এরই মধ্যে রুশ ন্যাশনাল গার্ড রোসভারদিয়ার সঙ্গে এ নিয়ে সমঝোতাও করেছেন পাভেল।
মার্কিন থিংক আইএসডব্লিউ দাবি করছে, ওয়াগনার প্রধানের দায়িত্ব নিয়ে নিতে পারেন ২৫ বছর বয়সী পাভেল। ওয়াগনার বাহিনীর টেলিগ্রাফ চ্যানেল থেকে এমন তথ্যই পেয়েছে তারা। এখন আবারও যুদ্ধক্ষেত্রে ওয়াগনার বাহিনীকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, গত আগস্টে বিমান বিধ্বস্ত হয়ে মারা যান ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। এর পর আফ্রিকার বিভিন্ন দেশে ভাড়াটে বাহিনীটির কার্যক্রম ঠিকই চলছিল। এ ছাড়া নতুন করে বেলারুশে শুরু হয় প্রশিক্ষণ। কিন্তু কোনো প্রধান ছাড়াই এসব কার্যক্রম চালানো হয়।
সম্প্রতি রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনারের সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার আন্দ্রেই ত্রোশেভের সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই আন্দ্রেই ত্রোশেভ বিমান দুর্ঘটনায় নিহত ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সহযোগী ছিলেন। এবার ইউক্রেন যুদ্ধে ক্রোশেভকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন পুতিন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম বিবিসি বলছে, গত আগস্টে ইয়েভজেনি প্রিগোজিন নিহতের দুই মাস আগে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি ও তাঁর বাহিনী ওয়াগনার। যদিও পরে বিদ্রোহ তুলে নেওয়া হয়।
আরআইএ নামক এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ওয়াগনারের সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার আন্দ্রেই ত্রোশেভ এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।