জুমবাংলা ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। এবারের নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সারাদেশে একযোগে নিয়োগ পরীক্ষার পরিবর্তে আট বিভাগকে চার ভাগে বিভক্ত করে আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।
নিয়োগ বিজ্ঞপ্তি ২৮ ফেব্রুয়ারিতে প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, মার্চের দিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা থাকলেও তা এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। আমাদের সব কাজ মোটামুটি প্রস্তুত হয়ে গেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সাথে এ বিষয়ে কথাও হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৮ তারিখেই বিজ্ঞপ্তি দিতে পারবো।
তিনি বলেন, ‘নিয়োগে যেহেতু সময়ক্ষেপণ হয় সেহেতু আমরা বিভাগওয়ারী ক্লাস্টার পদ্ধতিতে আগাচ্ছি। এ পদ্ধতিতে ছয় মাসের মধ্যে নিয়োগ দেওয়া সম্ভব হবে। আমাদের প্ল্যান নিয়ে বুয়েটের সাথে আলোচনা করা হয়েছে। একসাথে একটি বা দুইটি বিভাগ ক্লাস্টার করলে বুয়েট ছয় মাসের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। যে বিভাগে শূন্যপদ বেশি থাকবে সে বিভাগে আগে ক্লাস্টার করা হবে।’
তিনি আরও বলেন, প্রতিনিয়ত শিক্ষক পদ শূন্য হচ্ছে। শূন্যপদ পূরণে প্রতিবছর অন্তত দুটি করে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে। একসঙ্গে অনেক শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। বিভাগভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষা নেওয়া হবে। যেসব বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তাতে শুধু সংশ্লিষ্ট বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।