সুয়েব রানা, সিলেট : সারা দেশে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ-এর ডাকে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার বাগেরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার, ২৮ মে ২০২৫ তারিখে তৃতীয় দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি পালিত হচ্ছে।
Table of Contents
বিদ্যালয়ের মোট ৭ জন সহকারী শিক্ষক—পুরুষ ২ জন ও নারী ৫ জন—এই কর্মবিরতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। কর্মসূচির অংশ হিসেবে তিনজন শিক্ষক শান্তিপূর্ণভাবে বক্তব্য প্রদান করেন।
বক্তব্য প্রদানকারী শিক্ষকরা:
ফখরুল ইসলাম
নির্মল চন্দ্র রায়
জাহানারা বেগম
শিক্ষক ফখরুল ইসলামের বক্তব্য:
“একজন প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত। আমাদের বেতন কাঠামো ও পদোন্নতির ক্ষেত্রটি যেমন জটিল, তেমনি প্রাপ্য মর্যাদাটিও বারবার প্রশ্নের মুখে পড়ে। আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি—১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং শতভাগ প্রধান শিক্ষক পদে পদোন্নতির সুযোগ নিশ্চিত করা। সরকার আমাদের কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবে—এই বিশ্বাস নিয়ে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি।”
শিক্ষক নির্মল চন্দ্র রায়ের বক্তব্য:
“এই কর্মসূচি কেবল ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং সমগ্র প্রাথমিক শিক্ষাব্যবস্থার মান উন্নয়নের জন্য। সহকারী শিক্ষকদের সঠিক মূল্যায়ন না হলে বিদ্যালয়ের গুণগত মান বজায় রাখা কঠিন হয়ে পড়ে। আমরা সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাই—দ্রুত আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে প্রাথমিক শিক্ষাঙ্গনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন।”
শিক্ষক জাহানারা বেগমের বক্তব্য:
“একজন নারী শিক্ষক হিসেবে আমি প্রত্যাশা করি, সমাজ ও রাষ্ট্র আমাদের মর্যাদা দেবে। দিনের পর দিন আমরা ন্যায়সঙ্গত দাবি করে যাচ্ছি, কিন্তু প্রতিবারই তা অবহেলিত হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছি এবং আশা করি, সরকার আমাদের সম্মান রক্ষার্থে দ্রুত সিদ্ধান্ত নেবে।”
কর্মসূচিতে অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষক:
নাছিমা বেগম
সফরা বেগম
মাহবুবা বেগম
সুরাইয়া বেগম
এই শিক্ষকগণও সংহতি প্রকাশ করে শান্তিপূর্ণ অবস্থানে অংশগ্রহণ করেন।
কেন্দ্রীয় কর্মসূচির ধাপসমূহ :
৫ মে – ১৫ মে: ১ ঘণ্টা কর্মবিরতি
১৬ মে – ২০ মে: ২ ঘণ্টা কর্মবিরতি
২১ মে – ২৫ মে: অর্ধদিবস কর্মবিরতি
২৬ মে থেকে: পূর্ণদিবস কর্মবিরতি (আজ তৃতীয় দিন)
শিক্ষক সমাজের প্রধান দাবিসমূহ :
১১তম গ্রেডে বেতন নির্ধারণ
১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন
প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির নিশ্চয়তা
শিক্ষকরা স্পষ্টভাবে জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ কর্মসূচি চলমান থাকবে। তারা আশা করছেন, সরকার দ্রুত সময়ের মধ্যে তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করবে। অন্যথায়, আগামী দিনগুলোতেও কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।