জুমবাংলা ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ জানিয়েছেন, আগামী নভেম্বর মাসের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের নতুন বই উপজেলায় পৌঁছে যাবে। গত রবিবার (১৩ আগস্ট) দুপুরে রংপুর অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রাথমিক শিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেন, এ বছর আমরা চ্যালেঞ্জ নিয়েছি। যেকোনো মূল্যে নভেম্বরের মধ্যে প্রতি উপজেলায় প্রাথমিকের সব বই পৌঁছে দিবো। যাতে আগামী পহেলা জানুয়ারি বাচ্চাদের হাতে বই পৌঁছাতে পারি।
তিনি বলেন, বছরের শুরুতেই আমরা সময়াবদ্ধ কর্মপরিকল্পনা করেছি। কর্মপরিকল্পনার প্রতিটা কম্পনেন্ট ধরে ধরে আমরা মূল্যায়ন করছি। আমরা তাতে রাইট ট্রাকে আছি।
তিনি আরও বলেন, আমরা যেহেতু এবার ক্লাস টু ও থ্রির নতুন বই শিক্ষার্থীদের হাতে দিবো। সেকারণে এটা আমাদের জন্য বেশি চ্যালেঞ্জিং। আমাদের নতুন পান্ডুলিপি প্রণয়ন হয়ে গেছে। এবং আমরা টেন্ডার থেকে শুরু করে যে যে প্রক্রিয়ায় যেখানে যতটুক সময়ের মধ্যে যতটুক কাজ দরকার, সেটা আমরা নিবিড়ভাবে মনিটরিং করছি।
আমরা সঠিক পর্যায়ে আছি। আমরা আশা করছি চ্যালেঞ্জিং জব হিসেবে এবছর নভেম্বরের মধ্যেই আমরা সব বই উপজেলায় পৌঁছাতে পারবো। যাতে আগামী বছর পহেলা জানুয়ারি একসাথে সব বই কোমলমতিদের হাতে পৌঁছায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।