আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ সফরে ইউক্রেনে গেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুলরহমান আল থানি। তিনি একই সাথে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।
এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করবেন তিনি।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মেদ আল আনসারি বলেন, ‘কিয়েভের এই বৈঠকে ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়ে আবারও সংহতি প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। কাতারের আন্তর্জাতিক সীমান্তের প্রতি নিজেদের অবস্থান জ্ঞাপন করবেন তিনি।’
তিনি আরো জানিয়েছেন, চলমান উত্তেজনা কমাতেও উদ্যোগ নেবেন কাতারের প্রধানমন্ত্রী। শস্য রফতানি চুক্তি পুনর্বহালের বিষয়েও আলোচনা করবেন কাতারের তিনি।
সূত্র: আরব নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।