জুমবাংলা ডেস্ক : বৈশ্বিক চিপসের বাজারে এতদিন জনপ্রিয়তার শীর্ষে থাকা প্রিঙ্গেলস চিপস কিনে নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্যান্ডি প্রতিষ্ঠান মার্কস। প্রিঙ্গেলসের মূল কোম্পানি কেলানোভার সঙ্গে এরই মধ্যে মোটা অঙ্কের চুক্তি হয়েছে মার্সের।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যান্ডি বা চকলেটের দুনিয়ায় মার্সের নাম সর্বজনবিদিত। মার্স কেলানোভার সঙ্গে ৩৬ বিলিয়ন ডলারের ক্রয় চুক্তি করেছে যা এ বছরে চিপস-ক্যান্ডি কেন্দ্রিক সবচেয়ে বড় চুক্তি।
বুধবার (১৪ আগস্ট) মার্সের পক্ষ থেকে জানানো হয়েছে কেলানোভার প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৩ ডলার ৫০ সেন্ট। ক্যান্ডির ব্যবসার পাশাপাশি চলতি বছর দ্বিতীয়ার্ধে মার্স ফ্রোজেন ফুড, ফার্ম ফুড এবং চিপস কেন্দ্রিক প্রতিষ্ঠান ক্রয়ের দিকে ঝুঁকছে।
বড় বড় স্ন্যাকভিত্তিক প্রতিষ্ঠান মার্স কিনে নেয়ায় মূল্যস্ফীতির বাজারে মার্সের একাধিপত্য কায়েম হতে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পল ওয়েইরচ বলেন, মার্স অনেক বড় এবং শক্তিশালী প্রতিষ্ঠান। স্ন্যাকস কেন্দ্রিক অনেক প্রতিষ্ঠান কিনে নেয়ার ফলে পণ্যের দাম বাড়বে না বরং আগামীতে কমবে। কেননা কোম্পানি যত বড় হবে পণ্য উৎপাদন খরচ তত কমবে।
ক্যান্ডির বাজারে পরিচিত নাম টুইক্স, মিল্কিওয়ে, এমঅ্যান্ডএম এবং স্কিটেলসের মতো কোম্পানি মার্সের অন্তর্ভুক্ত। নতুন এ চুক্তির মাধ্যমে এবার প্রিঙ্গেলসও যুক্ত হলো মার্সের সঙ্গে। ২০২৫ সালের মধ্যে পুরো অর্থ প্রদান করে প্রিঙ্গেলসের মালিকানা মার্স হাসিল করবে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।