প্রীতম এবার মুয়াজ্জিনের চরিত্রে

প্রীতম

বিনোদন ডেস্ক : ‘লোকাল বাস’, ‘বেয়াইন সাব’, ‘খোকা’সহ আরও বেশ কিছু গান শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান। শুধু গানই নয়, অভিনয় দিয়েও নজর কেড়েছেন তিনি। বরাবরই দর্শকদের ভিন্ন কাজ দিয়ে চমক দেখিয়েছেন প্রীতম।

প্রীতম

এবার এই শিল্পীকে দেখা যাবে মুয়াজ্জিনের চরিত্রে। আর এমন চরিত্রে তাকে পাওয়া যাবে ‘আড়াল’ নামের একটি ওয়েব কনটেন্টে। কাজটির জন্য বেশ পরিশ্রম ও চ্যালেঞ্জ নিতে হয়েছে বলেছে প্রীতম।

শিল্পীর ভাষ্য, ‘আমি সবসময় চেষ্টা করি ভিন্ন ধারার কাজ করতে। যে কাজে চ্যালেঞ্জ থাকে, সেটি বেশ উপভোগ করি। “আড়াল”র এই লুকটা তৈরি করার জন্য টিমের সঙ্গে কয়েকবার বসতে হয়েছে। গোঁফ কেটে ফেলার পর দেখি, আমার চেহারা একদম বদলে গেছে! সেই সঙ্গে আমার হাঁটাচলা, কথা বলার ধরণেও পরিবর্তন আনতে হয়েছে। যা আমার জন্য মোটেও সহজ ছিল না।’

মনপুরা দ্বীপের স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন সিদ্দিক ভোর রাতে নিজের ঘরের মেঝেতে আবিষ্কার করে এক নারীর মরদেহ। আকস্মিক এই ঘটনায় দুশ্চিন্তায় পড়ে সিদ্দিক, গ্রামে জানাজানি হবে এই ভয়ে তটস্থ থাকে। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয়, যখন পুলিশ মরদেহটি খুঁজতে এসে পায় না।

ক্যানকান সমুদ্র সৈকতে তানজিন তিশা, ভাইরাল ছবি

এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আড়াল’। এটি নির্মাণ করেছেন নাজমুল নবীন। এতে প্রীতম ছাড়াও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, সুমন আনোয়ারসহ অনেকে। আগামীকাল বৃহস্পতিবার একটি ওয়েব প্ল্যাটফর্মে প্রকাশ হবে ‘আড়াল’।