জুমবাংলা ডেস্ক : রাজধানীর শাহবাগে এক নারীকে প্রাইভেটকার চাপা দিয়ে টেনেহিঁচড়ে নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক সেই শিক্ষক মারা গেছেন। তার নাম আজহার জাফর শাহ। শুক্রবার কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে এদিন বিকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত ডিসেম্বরের সেই ঘটনার সময় ঘটনাস্থলে গণধোলাইয়ে তিনি আহত হন। এরপর এক মাসের বেশি সময় ধরে অসুস্থ থাকার পর আজ তিনি মারা গেলেন। তার গাড়ি চাপায় নিহত নারী রুবিনা আক্তারের মৃত্যুর ঘটনায় জাফর শাহ গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্প ইন্সপেক্টর বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘কেন্দ্রীয় কারাগার থেকে জাফর শাহ নামে ওই হাজতিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’
জানা যায়, নিহত আজহার জাফর শাহ ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক। গত ২ ডিসেম্বর শাহবাগে দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী এ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রসঙ্গত, ঘটনার দিন বিকেলে ঢাবির চারুকলার সামনে থেকে এক নারী প্রাইভেটকারে চাপা পড়েন। তখন ওই নারীর ওড়না গাড়ির চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। তবে চালক গাড়িটি না থামিয়ে চালাতে থাকেন। ওই নারীকে টেনেহিঁচড়ে নীলক্ষেত পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়ে যান গাড়ি চালক জাফর শাহ।
এ সময় আশেপাশে ক্ষুব্ধ জনতা তাকে গাড়িতে থামাতে সংকেত দিলে তিনি গাড়ির গতি আরও বাড়িয়ে দেন। পরে নীলক্ষেতে বিক্ষুব্ধ জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। এসময় পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে ওই নারীর মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।