জুমবাংলা ডেস্ক : খুচরা ভ্যাট আদায়ে শৃঙ্খলা ফেরাতে আরেক দফা পরীক্ষা-নিরীক্ষা শুরু করলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথমবারের মতো বেসরকারি কোম্পানির মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভ্যাট আদায় শুরু করেছে সংস্থাটি। মঙ্গলবার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এ কর্মসূচি উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এ সময় এনবিআর কর্মকর্তারা অর্থমন্ত্রীকে আশ্বস্ত করেন, মাঠ কর্মীরা নতুন ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিনকে স্বাগত জানিয়েছেন।
ভ্যাট আদায়ের কাজ পেয়েছে বেসরকারি খাতের আইটি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস। প্রতি একশ টাকা ভ্যাট আদায়ে প্রায় ৫৩ পয়সা কমিশন পাবে প্রতিষ্ঠানটি।
পরোক্ষ করের বড় উৎস খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট। তবে, ব্যবসায়ীদের ফাঁকির মানসিকতা, এনবিআর কর্মকর্তাদের অদক্ষতা ও দুর্নীতির কারণে তা হয়নি। এখাতে স্বচ্ছতা ফেরাতে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার, পজ মেশিনের মাধ্যমে কেনাকাটা চালু করেও ব্যর্থ হয় সংস্থাটি।
দুই বছর আগে ডিজিটাল প্রযুক্তি ইএফডি মেশিন চালু করে এনবিআর। এ দফায়ও ব্যর্থ হয় সংস্থাটি। অবশেষে বেসরকারি কোম্পানির মাধ্যমে ইএফডি মেশিন চালানোর এ উদ্যোগ নেওয়া হলো।
অর্থমন্ত্রী আশা করছেন, নতুন উদ্যোগের মাধ্যমে খুচরা ভ্যাট আদায়ে শৃঙ্খলা ফিরবে। তবে রাজস্ব আদায়ে করদাতাদের যেন কষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।