প্রাইভেট জেটসহ যত কোটি টাকার সম্পত্তির মালিক এই নায়িকা

নয়নতারা

বিনোদন ডেস্ক : দীর্ঘ সাত বছর সম্পর্কে থাকার পর অবশেষে গাঁটছড়া বাঁধলেন দক্ষিণ ইন্ডাস্ট্রির শীর্ষে থাকা অভিনেত্রী নয়নতারা ও পরিচালক ভিগ্নেশ শিবান। ৯ জুন নয়নতারা ও ভিগ্নেশের বিয়ে হয় মহাবলিপুরমের একটি বিলাসবহুল হোটেলে। রজনীকান্ত, মণিরত্নম থেকে শাহরুখ খান, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমাজগতের বহু নক্ষত্র।

নয়নতারা

২০০৩ সালে ‘মানাসিনাক্কারে’ মালয়ালম ছবির মাধ্যমে দক্ষিণের বিনোদনজগতে পা রাখার আসার দু’দশকের মধ্যে তিনি ৭৫টি ছবিতে অভিনয় করেছেন। দর্শককে একের পর এক তামিল, তেলুগু ও মালয়ালম ছবি উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

বহু নামী সংস্থার বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা যায় তাঁকে। প্রচারবাবদ তিনি পাঁচ কোটি টাকা আয় করেন। সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, ছবিপ্রতি ১০ কোটি টাকা পর্যন্ত উপার্জন করেন নয়নতারা।

ইন্ডাস্ট্রিতে আসার পর অভিনেতা ও কোরিয়োগ্রাফার প্রভু দেবার সঙ্গে নাম জড়িয়ে পড়ে তাঁর। বিবাহিত থেকেও অভিনেত্রীর সঙ্গে লিভ-ইনে ছিলেন প্রভু দেবা। দু’জনের এই সম্পর্কের কথা প্রকাশ্যে এলে প্রভুর বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তী কালে নয়নতারা ও প্রভু দেবার সাড়ে তিন বছরের সম্পর্কেও ছেদ পড়ে।

অভিনয় দক্ষতা ছাড়াও উপার্জনের দিক দিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের তালিকায় নয়নতারার নাম উপরের দিকে রয়েছে। সংবাদ সংস্থা সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, নয়নতারার কাছে ২২ মিলিয়ন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭৬ কোটি টাকা) সম্পত্তি রয়েছে।

ম্যাজিক ব্রিকসে দেওয়া তথ্য অনুযায়ী, হায়দরাবাদের বাঞ্জারা হিলসে দু’টি বিলাসবহুল বাড়ি রয়েছে অভিনেত্রীর। প্রতিটি বাড়ির মূল্য অন্তত ১৫ কোটি টাকা। এই এলাকায় দক্ষিণী ফিল্মজগতের বেশির ভাগ তারকারা থাকেন। এ ছাড়াও চেন্নাইয়ে চার বেডরুমবি‌শিষ্ট দু’টি বাড়ি রয়েছে। ম্যাজিক ব্রিকসের তথ্য অনুযায়ী, এই বাড়ি দু’টির মোট মূল্য ১০০ কোটি টাকা।

সম্প্রতি একটি প্রাইভেট জেটও কিনেছেন অভিনেত্রী। চেন্নাই থেকে হায়দরাবাদ ও কোচি যাতায়াতের জন্য তিনি এই জেট ব্যবহার করেন। নামী ব্র্যান্ডের বহুমূল্য গাড়ি সংগ্রহে রাখার শখও রয়েছে অভিনেত্রীর। এক কোটি ৭৬ লক্ষ টাকা মূল্যের বিএমডব্লিউ ৭ সিরিজের একটি গাড়ি রয়েছে নয়নতারার।

আকাশে এক বিমান ওভারটেক করলো আরেক বিমানকে, দুর্দান্ত ভিডিও ভাইরাল

তাঁর কাছে ৮৮ লক্ষ টাকা মূল্যের একটি মার্সিডিজ জিএলএস ৩৫০ডি মডেলের গাড়িও রয়েছে। ৭৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের বিএমডব্লিউ ৫ সিরিজের একটি গাড়ি সংগ্রহে রয়েছে অভিনেত্রীর কাছে। এ ছাড়াও অভিনেত্রীর বাড়ির গ্যারাজে রয়েছে একটি ফোর্ড এনডেভার এবং টয়োটা ইনোভা ক্রিস্টা মডেলের একটি বহুমূল্য গাড়ি। একটি প্রসাধনী সংস্থাও খুলেছেন নয়নতারা। যৌথভাবে এই ব্যবসা করেন তিনি। অনলাইনে এখান থেকে বিভিন্ন ধরনের লিপ বাম পাওয়া যায়।

সংবাদ সংস্থা সূত্রের তথ্য অনুযায়ী, একটি রেস্তরাঁ এবং তেলের সংস্থাতেও বিনিয়োগ করেছেন নয়নতারা। ফলে সেখান থেকে প্রতি মাসে মোটা টাকা উপার্জন করেন তিনি।