বিনোদন ডেস্ক : মডেল, অভিনেত্রী পিয়া বিপাশা। লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। এরপর টেলিভিশন বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত কাজ করলেও সিনেমা ভাগ্য মোটেই ভালো নয় তার। ডজনখানেক সিনেমায় সাইনিং করেও একটি বাদে অজানা কারণে অন্যান্য সিনেমা থেকে বাদ পরেছেন কিংবা নিজেই সরে দাঁড়িয়েছেন।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। চেহারাতেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। ঠোঁটে সার্জারিসহ আমুল পরিবর্তন তার বডি ফিটনেসেও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্টে আবেদনময়ী রূপে দেখা দিয়ে অনুসারীদের নজর কাড়েন পিয়া বিপাশা। ছবিগুলোর কমেন্ট বক্সে তার প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন নেটিজেনরা।
২০১৫ সালের শেষের দিকে এ অভিনেত্রী ‘রাজনীতি’ সিনেমায় চুক্তিবদ্ধ হন। সেখান থেকে বাদ পড়েন তিনি। এরপর ‘মনের রাজা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও অজানা কারণে সরে দাঁড়ান। এ ছাড়া মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’, ‘পাসওয়ার্ড’, ‘ওলট পালট’সহ প্রায় ডজনখানেক সিনেমায় চুক্তিবদ্ধ হন পিয়া। একটি বাদে তার কোনো সিনেমা এখনও মুক্তি পায়নি।
কারণ হিসেবে দেখা গেছে, অনেক সময় চুক্তি, গ্রুমিং বা ফটোসেশন করেও শেষ পর্যন্ত অজানা কারণে তিনি সিনেমা থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন অথবা বাদ পড়েছেন। যদিও নেপথ্যের কারণ আজও জানা যায়নি।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.