বিনোদন ডেস্ক : সদ্য ৪০ এ পা দিয়েছে পিগি চপস। স্বামী ও মেয়ে নিয়ে বিদেশে সুখে সংসার করছেন Priyanka Chopra। চলতি বছরই সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। মেয়ের নাম রেখেছেন মালতী মারি চোপড়া জোনাস। এবার শোনা যাচ্ছে ফের সন্তানের মা-বাবা হওয়ার ইচ্ছে নিক-প্রিয়াঙ্কার।
চলতি বছরই সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। মেয়ের নাম রেখেছেন মালতী মারি চোপড়া জোনাস।
১০০ দিন NICU-তে ছিল মালতি। ওই সময়টা খুব কঠিন ছিল এই দম্পতির জন্য। সেই সময় ভেঙে পড়েননি PC। বরং শক্ত থেকে সকলকে সাহস যুগিয়েছেন। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে স্ত্রীকে কুর্নিশ জানিয়ে নিক বলেছিলেন, “প্রিয়াঙ্কা না থাকলে কী হতো কে জানে! আমি বিষয়টি একেবারেই সামলাতে পারতাম না।
ওর মতো সঙ্গী পেয়ে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি।” এবার বিটাউনে ফের জল্পনা। দ্বিতীয়বারের জন্য মা-বাবা হতে পারেন নিক-প্রিয়াঙ্কা।আসলে নিক-প্রিয়াঙ্কা দুজনেই ভাইবোন থাকায় বিশ্বাসী। তাঁদের নিজেদেরও ভাই বোন রয়েছে। তাই তাঁরা চান মালতীর যাতে ভাইবোন থাকে।
মালতীর বয়স সবে ছয় মাস তার মধ্যেই ফের সন্তান নেওয়ার কথা ভাবছেন জোনাস দম্পতি। আসলে সূত্রের খবর, নিক-প্রিয়াঙ্কা নাকি চান না দুইসন্তানের মধ্যে বয়সের খুব বেশি পার্থক্য থাকুক। জোনাস ভাইয়রা যেমন পিঠোপিঠি তেমন যাতে হয় তাঁদের সন্তানের ক্ষেত্রে। তাহলে এবারও কী সারোগেসির মাধ্যমেই সন্তান নিতে চলেছেন Priyanka Chopra Nick Jonas এই প্রশ্নটাই ঘুরপাক করছে বিভিন্ন মহলে।
সেই বিষয়ে এখন কিছু জানা না গেলেও। শোনা যাচ্ছে নিক-প্রিয়াঙ্কা চান শুধু তাঁদের সন্তানদের মধ্যে বয়সের ফারাক কম থাকুক তেমনটা নয়। তাঁরা চান নিকের ভাইয়ের সন্তান কেভিন জোনাস ও জো জোনাসের সন্তানরা সকলে যাতে পিঠোপিঠি থাকে।
সম্প্রতি ৪০ বছরের জন্মদিন পালন করলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তিনি মেয়ে মালতী ও স্বামী নিকের সঙ্গে ছবি দেন যদিও মেয়ের মুখ আড়াল করে দেন পিগি চপস।
কয়েক মাস আগে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নামের পাশ থেকে ‘জোনাস’ পদবী মুছে দিয়েছিলেন অভিনেত্রী। তার পরেই গাঢ় হয় নিক এবং তাঁর বিচ্ছেদের গুঞ্জন। কেউ কেউ ধরেই নিয়েছিলেন, অসমবয়সী এই দাম্পত্য টিকবে না খুব বেশি দিন।
তাই ধাপে ধাপে আলাদা হচ্ছেন তাঁরা। কিন্তু যাবতীয় জল্পনা উড়িয়ে প্রিয়াঙ্কা জানান, নিতান্তই পেশাগত কারণে নামের পাশ থেকে স্বামীর পদবি সরিয়ে দিতে হয়েছে তাঁকে। অবশেষে মালতী ম্যারির আগমনে মুখ বন্ধ হয় নিন্দুকদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।