বিনোদন ডেস্ক : সামাজিকমাধ্যমের যেমন সুবিধা আছে, তেমনি আছে অনেক অসুবিধাও। খ্যাতির পাল্লা ভারি করার মতো জীবন দুঃসহ করে তুলতেও যথেষ্ট ভূমিকা রাখে এই মাধ্যম। তবে সাধারণ মানুষের থেকে তারকারা বেশি ক্ষতিগ্রস্ত হয়।
সম্প্রতি এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, কাজল ও আলিয়া ভাটকে। এবার এর শিকার বলিউড তারকা প্রিয়ংকা চোপড়া। তবে ভিডিও নয় ডিপফেকের মাধ্যমে অডিও ফাঁস হয়েছে প্রিয়াংকার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গণমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়া ওই অডিওতে যার কণ্ঠ শোনা যাচ্ছে, তা প্রিয়ংকার বলে মনে হলেও তা প্রযুক্তির কারসাজি। অভিনেত্রীর একটি ভিডিও বেছে নিয়ে তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সেই ভুয়া অডিও।
সব মিলিয়ে তৈরি করা হয়েছে এমন একটি ক্লিপিং, যাতে মনে হচ্ছে— এক সংস্থার হয়ে বিজ্ঞাপন করছেন প্রিয়াংকা। এমনকি ওই ক্লিপিংয়ে নিজের বার্ষিক আয়ের হদিসও দিয়েছেন আন্তর্জাতিক তারকা। গণমাধ্যমের ভাইরাল ওই ক্লিপিং দেখে নেটাগরিকদের অনেকের দাবি, ডিপফেকের কোপে এভাবে প্রভাবিত হতে পারে বিনোদন সংক্রান্ত ব্যবসা।
এর আগে আলিয়ার ডিপফেক ভিডিওতে আপত্তিকর পোশাকে দেখা গিয়েছিল তাকে। আপত্তিকর অঙ্গভঙ্গিও করতে দেখা গিয়েছিল আলিয়াকে। তবে ভিডিও থেকেই স্পষ্ট হয়েছিল— ওই নারী আদৌ আলিয়া নন। আধুনিক প্রযুক্তির কারসাজির সাহায্যে আলিয়ার মুখ বসানো হয়েছে ওই ভিডিওতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।