বিনোদন ডেস্ক : সুখবর মিলেছিল মাস কয়েক আগে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস জানিয়ে দিয়েছিলেন তাদের সন্তান আগমনের সুখবর। সারোগেসির মাধ্যমে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তারা। এই খবর শোনার পর থেকেই দারুণ খুশি ছিলেন প্রিয়াঙ্কার ভক্তরা। এবার ভক্তদের আরও খুশি করে দিলেন প্রিয়াঙ্কা। মাতৃ দিবস উপলক্ষে মেয়ের প্রথম ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে।
নিক এবং প্রিয়াঙ্কার মেয়ের ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তারকা দম্পতির কোলে রয়েছে ছোট্ট মালতি। তবে মেয়ের মুখের উপর একটা ইমোজি দিয়ে রেখেছেন তারা। তা সত্ত্বেও নিয়াঙ্কার মেয়ে মালতির প্রথম ছবি দেখে নেটিজেনদের উৎসাহের অন্ত নেই। মালতি ম্যারি চোপড়া জোনাসকে দূর থেকেই আদর এবং ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে নেটিজেনরা।
ছবিতে দেখা যাচ্ছে মায়ের বুকে মাথা দিয়ে রয়েছে ছোট্ট মেয়ে। বাবা নিক পাশেই বসে রয়েছেন, মেয়ের ছোট্ট হাত আলতো করে ধরে রয়েছেন তিনি। মাতৃ দিবসে মেয়ের সঙ্গে এই আদুরে ছবি শেয়ার করে একটি লম্বা ক্যাপশন লিখেছেন অভিনেত্রী। সেখানে প্রথমবার মা হওয়ার অনুভূতি স্পষ্ট ধরা পড়েছে। মেয়ের সঙ্গে এই ছবিটি নিজের ইনস্টাগ্রাম ওয়ালে শেয়ার করেছেন নিকও।
প্রিয়াঙ্কা তার পোস্টে ক্যাপশনে লিখেছেন, “আজকের এই মাতৃদিবসে গত কয়েক মাসের কথা না মনে করে থাকতে পারছি না। ঠিক যেন রোলারকোস্টার রাইড। এখন বুঝতে পারছি, এই সময়টায় অন্যরাও কীসের মধ্যে দিয়ে যান।
১০০ দিনেরও বেশি সময় NICU-তে কাটিয়ে আমাদের ছোট্ট মেয়ে অবশেষে বাড়ি এসেছে। প্রত্যেক পরিবারের সফরনামা আলাদা হয়। আমাদের পরিবার গত কয়েকমাসে অসম্ভব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে। কিন্তু আজকে দাঁড়িয়ে সেই সব দিনে ফিরে তাকালে মনে হয় প্রতিটা মুহূর্ত কী ভীষণ স্পেশাল ছিল। আমরা আপ্লুত।
Rady Children’s La Jolla and Cedar Sinai, Los Angeles-এর প্রত্যেক চিকিত্সক, নার্স ও বিশেষজ্ঞদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জীবনের পরবর্তী অধ্যায় শুরু হচ্ছে। মেয়ে কিন্তু ভীষণ দুষ্টু হয়েছে। মা আর বাবা তোমাকে খুব ভালোবাসে।” এরপর প্রিয়াঙ্কা নিকের উদ্দেশ্যে লিখেছেন, “তুমি ছাড়া আর কারও সঙ্গে এই অধ্যায় শুরু করতে পারতাম না। আমাকে মা করেছ তুমি… আই লাভ ইউ নিক…”। নিক এবং প্রিয়াঙ্কার এই ছবির নিচে শুভেচ্ছা ও ভালোবাসার বার্তা পাঠাচ্ছেন নেটিজেনরা। নবজাতকের উদ্দেশ্যে ভালোবাসাও জানাচ্ছেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।