প্রিয়াঙ্কার রেস্টুরেন্টে বিল ক্লিনটন-হিলারি

ক্লিনটন-হিলারি

বিনোদন ডেস্ক : বন্ধুর জন্মদিন উদযাপন করতে প্রিয়াঙ্কা চোপড়ার রেস্টুরেন্টে ডিনার করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

ক্লিনটন-হিলারি

যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংবাদমাধ্যম এ সংবাদ প্রকাশ করে যে, সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে এক বন্ধুর জন্মদিন পালন করতে নিউইয়র্কে প্রিয়াঙ্কা চোপড়ার সোনা রেস্টুরেন্ট নির্বাচন করেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন। সঙ্গে আরও উপস্থিত ছিলেন বক্সার মাইক টাইসন, প্রিয়াঙ্কার দেবর জো জোনাস ও তার স্ত্রী সোফিয়া টার্নারসহ অনেকে।

অন্য একটি সূত্রে জানা গেছে- ‘স্মৃতিময় একটি সন্ধ্যা কাটিয়েছেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন। বন্ধুদের সঙ্গে তারা হাসি-ঠাট্টায় মশগুল ছিলেন।’

বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন ভারতীয় খাবারের খুব ভক্ত বলে জানা গেছে।

‘মুন্নি’ গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললেন ৪৮ বছর বয়সী মালাইকা

প্রসঙ্গত, বর্তমানে স্বামী নিক জোনাসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন প্রিয়াঙ্কা চোপড়া। গত বছরের ৬ মার্চ নিউ ইয়র্কে অবস্থিত এই রেস্তোরার যাত্রা শুরু করেন। ভারতীয় বিভিন্ন আইটেমের খাবার এ রেস্তোরায় পাওয়া যায়।