প্রিয়াঙ্কার মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : ২০১৬ সালে এমি অ্যাওয়ার্ডের লাল গালিচায় দাঁড়িয়ে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলিউড নিয়ে যে বিরূপ মন্তব্য করেছিলেন সেই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখার পরই সমালোচনার ঝড় ওঠেছে।

প্রিয়াঙ্কা

ভিডিওতে দেখা গেছে, অনুষ্ঠানে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রিয়াঙ্কার কাছে ভারতীয় সিনেমা সম্পর্কে জানতে চায়। এরপর অভিনেত্রী জানান, ভারতীয় সিনেমায় মানে শুধুই বক্ষযুগল আর নিতম্ব। এরপর সঞ্চালিকাকে নিজেই নেচে দেখাতে শুরু করেন প্রিয়াঙ্কা।

প্রায় ১০ বছর হলো বলিউড ছেড়ে যুক্তরাষ্ট্র পাড়ি দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ইতোমধ্যেই হলিউডে কিয়ানু রিভস, ডোয়েন ‘দ্য রক’ জনসন, রিচার্ড ম্যাডেনের মতো বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে কাজ করেছেন। তবে একটা সময় বলিউডেও দাপটের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী।

যুক্তরাষ্ট্রে কেরিয়ারের শুরুতে বলিউড নিয়ে কোনো বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। প্রথম দিকে নানা চ্যাট শোয়ে তিনি ভারতীয় সিনেমা নিয়ে নানা রকম তথ্য দিতেন মার্কিন দর্শকদের। ভারতে বলিউড তারকাদের দর্শক কতটা ভালোবাসে তাও উল্লেখ করতেন।

সম্প্রতি এই নায়িকা ভারতে এসেছিলেন ‘সিটাডেল’-এর প্রচারে। সে সময়ও তিনি বলিউড নিয়ে কোনো রকম বিরূপ মন্তব্য করেননি। কিন্তু পুরোনো একটি ভিডিও হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে নানা মহলে।

রোমান্সে পরিপূর্ণ এই ওয়েব সিরিজ, ভুলেও পরিবারের সামনে দেখবেন না

অভিনেত্রীর এমন মন্তব্য কেউ কেউ বলেছেন, প্রিয়াঙ্কার দেখছি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য নিয়ে কোনো ধারণা নেই। শ্রীদেবী, বৈজয়ন্তীমালা, ঐশ্বরিয়া ভরতনাট্যম শিখেছেন, মাধুরী শিখেছেন কত্থক। এমনকি, আলিয়াও কত্থক শিখেছেন।

আরেকজন লিখেছেন, ভারোই হয়েছে উনি দেশ ছেড়ে চলে গিয়েছেন।