বিকিনি পরে গাছে হেলান দিলেন প্রিয়াঙ্কা, পুরনো ছবি দেখে যা বললেন নিক

প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : পুরনো সময় ফিরে ফিরে আসে। ফিরে দেখা হয় পুরনো ‘নিজেকে’। কতটা বদলে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া? ইনস্টাগ্রামে অতীত-ছবিতে সেটাই কি দেখলেন নিজে?

প্রিয়াঙ্কা

জংলা ছাপ বিকিনি, ফিনফিনে কাপড়ের আড়ালে কটিদেশ। মলদ্বীপে সমুদ্রপারে নারকেল গাছে হাত রেখে দাঁড়িয়ে তন্বী প্রিয়াঙ্কা চোপড়া। ২২ বছর আগের সেই ছবি হঠাৎ ভাইরাল নেটমাধ্যমে। যা দেখে স্মৃতিমেদুর হয়ে পড়লেন ভক্তরা। চর্চায় ফিরে এল প্রিয়াঙ্কার সাফল্যের গ্রাফ।

সৌন্দর্য প্রতিযোগিতা তখন সদ্য পরিচিতি দিয়েছে প্রিয়াঙ্কাকে। তার পরে বলিউডে পা। একের পর এক হিট ছবিতে জীবন অন্য দিকে মোড় নেয় মডেল-তারকার। আর এখন?

৩৯ বছর বয়সে ক্যালিফোর্নিয়ায় সুখে ঘরকন্না করছেন ‘বরফি’-র অভিনেত্রী। স্বামী মার্কিন গায়ক নিক জোনাস। কন্যা মালতী ম্যারির জন্মেরও প্রায় ছ‘মাস হতে চলল। এমন ভরভরন্ত জীবনই তো অতীত ফিরে দেখার আদর্শ সময়! প্রিয়াঙ্কাও হয়তো সে কারণেই পুরনো ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে।

অষ্টাদশী স্ত্রীর ছবি দেখে আপ্লুত নিকও। আগুন চিহ্ন এঁকে দিলেন মন্তব্যে। প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেতা রণবীর সিংহও। কত কিছু বদলে গিয়েছে! বন্ধুর আগের চেহারা দেখে কিংকর্তব্যবিমূঢ় অভিনেতা!

১ কোটি পরিবার পাবে টিসিবির ফ্যামিলি কার্ড

ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমার ১৮ বছর আগের সংস্করণ’। জুড়ে দিয়েছেন হাসির ইমোজি। এখনকার জৌলুস, জেল্লা, লাস্য যে ছিল না তখন! তবু অতীত ফিরে ফিরে আনন্দ দেয়। সাফল্য যাচাই করতে সাহায্য করে। সে কথাই বুঝি মনে করাতে চাইলেন নিক ঘরনি।