মিস ওয়ার্ল্ড খেতাব জয় করার পরেও বলিউডে ক্যারিয়ারের শুরুটা সহজ ছিল না প্রিয়াঙ্কা চোপড়ার জন্য। অভিনয় জগতে পা রাখার শুরুতেই নানা রকম অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাঁকে। তবুও দমে না গিয়ে নিজস্ব সাহস ও দৃঢ়তায় এগিয়ে গেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানান, ১৯ বছর বয়সে বলিউডে একটি ছবির শ্যুটিংয়ের সময় এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হন, যা তাঁকে ভীষণভাবে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছিল।
পরিচালকের অনুপযুক্ত মন্তব্যে সেট ছেড়ে চলে যান
প্রিয়াঙ্কা বলেন, “একটি ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুট চলছিল। আমি যথাসাধ্য নিজেকে আড়াল করছিলাম, কিন্তু পরিচালক চিৎকার করে এমন কিছু বলেন, যা আমার কল্পনারও বাইরে ছিল। আমি সেই মুহূর্তেই সিদ্ধান্ত নেই আর ওই ছবির অংশ হব না এবং সেখান থেকে বেরিয়ে আসি।”
ঘটনাটি তাঁর মনে গভীর প্রভাব ফেলে। তবে সেই অভিজ্ঞতা তাঁকে ভেঙে না দিয়ে বরং আরও শক্তিশালী করেছে বলে জানান প্রিয়াঙ্কা।
বলিউড ছেড়ে হলিউডে, এবার কি ফেরার পালা?
প্রিয়াঙ্কা চোপড়া বহু আগেই বলিউডের চেনা জগত ছেড়ে পাড়ি জমিয়েছেন হলিউডে। বর্তমানে তিনি নিক জোনাসের সঙ্গে সংসার করছেন এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রজেক্টে অভিনয় করছেন। তবে শোনা যাচ্ছে, আবারও ভারতীয় সিনেমায় দেখা যেতে পারে তাঁকে।
রাজামৌলির নতুন প্রজেক্টে প্রিয়াঙ্কা?
সাম্প্রতিক খবর অনুযায়ী, দক্ষিণী খ্যাতনামা পরিচালক এস এস রাজামৌলির নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা। যদিও এই বিষয়ে অফিসিয়াল কোনো ঘোষণা এখনো আসেনি, তবে টলিউডের একাধিক সূত্রের দাবি, রাজামৌলির ছবিতেই হতে পারে তাঁর প্রত্যাবর্তন।
‘জি লে জারা’ কি থেমেই গেল?
এদিকে বলিউডে ফেরার কথা উঠলেই ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবির কথাও উঠে আসে। এই ছবিতে প্রিয়াঙ্কার পাশাপাশি থাকার কথা ছিল ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটেরও। তবে আপাতত সেই ছবির কাজ বন্ধ রয়েছে বলেই জানা গেছে।
পানির দামে বিশ্বের সবচেয়ে ছোট এসি, যা বড় কুলারকেও হার মানাবে
প্রিয়াঙ্কার সাহসী সিদ্ধান্ত অনুপ্রেরণা দেয়
ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে এমন অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে থেকেও যে সাহসিকতার সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া সেদিন সেট ছেড়ে চলে গিয়েছিলেন, তা অনেক নবীন শিল্পীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বর্তমানে আন্তর্জাতিক তারকা হয়ে উঠলেও তিনি এখনও তার অতীত অভিজ্ঞতাকে সম্মানের সঙ্গে মনে রাখেন এবং সেই শিক্ষা আজও তাঁকে দৃঢ় রাখে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।