ব্রেকআপ ও প্রেগনেন্সি মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিনের অদেখা ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন নিক জোনাস। অপরদিকে, মেক্সিকোয় নিক এবং প্রিয়াঙ্কার কাটানো মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, নিক তাঁর স্ত্রীর ঠোঁটে চুমু এঁকে দিচ্ছেন।

প্রিয়াঙ্কা চোপড়া

চলতি বছরের জুলাইয়ে ৪০তম জন্মদিন উদযাপন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এ বছর মেক্সিকোর ক্যাবো সান লুকাসে বার্থডে কাটিয়েছেন পিগি চপস। সঙ্গে ছিলেন স্বামী নিক জোনাস, মা মধু চোপড়া এবং বোন পরিণীতি চোপড়া। বিশেষ দিন কেটে গেলেও, স্ত্রী যে স্পেশাল তার প্রায়শই মনে করিয়ে দিচ্ছেন নিক। সম্প্রতি প্রিয়াঙ্কার বার্থডে ব্যাশের একটি ছবি শেয়ার করেছেন নিক জোনাস। ছবিতে প্রিয়াঙ্কার পরনে ছিল ব্লাড রেড কাট আউট রিসক ড্রেস।

নিক পরেছিলেন ম্যাচিং Co-ord Set। ক্যাপশনে নিক লেখেন, “লেডি ইন রেড…।” এরপরে ভালোবাসার চিহ্ন এঁকে দিতে ভোলেননি তিনি। ছবিটিতে এক কোটিরও বেশি লাভ রিঅ্যাকশন রয়েছে। লাখ লাখ অনুরাগী দম্পতির প্রশংসা করেছেন। নিক এবং প্রিয়াঙ্কার জুটিকে “কিউট” বলে উল্লেখ করেছেন অনেকেই। আবার প্রিয়াঙ্কাকে নিয়ে ট্রোলও করেছেন অনেকেই।

আসলে ওয়ান পিসে স্লিট কাট থাকায় অভিনেত্রীর পা দেখা যাচ্ছিল। PeeCee-র পা ট্যানড হওয়ায় ট্রোলের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। নেটিজেনদের মন্তব্য, “নিকের পা প্রিয়াঙ্কার থেকে অনেক ভালো।”

এদিকে তারকা দম্পতির ফ্যান পেজ থেকে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যার শুরুতেই নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার লিপলকের আদুরে দৃশ্য দেখা যাচ্ছে। প্রিয়াঙ্কা, নিক, মধুকে নাচতে দেখা গিয়েছে ওই ভিডিওতে।

খোলা আকশের নীচে দুর্দান্ত ড্যান্স দিলো সুন্দরী বৌদি

এছাড়াও আতসবাজির মাঝে দেখা গিয়েছে দুই তারকাকে। সকলের পোশাক দেখেই বোঝা যাচ্ছে যে জন্মদিনের ট্যুরের সময় কাটানো নানা মুহূর্তের কোলাজ ভিডিও সেটি। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। লাখ লাখ মানুষ লাভ রিঅ্যাক্ট করেছেন সেটিতেও।