বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া ও মল্লিকা শেরাওয়াত- দুজনই দেশ ছেড়েছেন। হয়েছেন আমেরিকা প্রবাসী। ভারত ছেড়ে যাওয়া নিয়েই এবার কথার ঝড় উঠলো।
ভারত পিছিয়ে পড়া দেশ। সেখানকার মানুষ হতাশাগ্রস্ত। মেয়েদের জন্য সেই দেশ খারাপ। আমেরিকায় গিয়ে তিনি নাকি হাঁফ ছেড়ে বেঁচেছেন- বিদেশি পত্রিকায় এক সাক্ষাৎকারে ফলাও করে এসবই বলেছিলেন ‘মার্ডার’-খ্যাত নায়িকা মল্লিকা শেরাওয়াত। এটারই তীব্র প্রতিক্রিয়া জানালেন আরেক প্রবাসী ভারতীয় নায়িকা প্রিয়াঙ্কা।
আন্তর্জাতিক প্রকল্পে কাজ করে দেশের বদনাম করতে বসা মল্লিকাকে একহাত নিয়েছেন তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে প্রিয়াঙ্কা বলেন, ‘ভারতীয়রা প্রগতিশীল একটা জাতি। দেশে বসেই আমরা নারীকল্যাণ নিয়ে ভাবি। শিশুকন্যাদের শিক্ষিত করে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করি। আমি মনে করি, বিশ্বের দরবারে নিজের দেশ নিয়ে এ ধরনের ভুল উপস্থাপনা একেবারেই উচিত নয়।’
জ্যাকি চ্যানের সঙ্গে ‘দ্য মিথ’-এ অভিনয় করেছিলেন মল্লিকা। তখন বেশ অহমিকা প্রকাশ করেছিলেন তিনি। বলিউড অভিনেত্রীদের বিদ্রূপ করে বলেছিলেন, তার চরিত্রটির জন্য সবাই অডিশন দিয়েছিলেন। জ্যাকির ভিডিও টেপ দেখালে সেটা টের পাওয়া যাবে। সেটি দেখে গর্বিত হয়ে মল্লিকা বলেন, ‘যোগ্যতা আছে বলে তিনিই একমাত্র সুযোগ পেয়েছেন।’
সেই ঘটনা স্মরণে রেখে প্রিয়াঙ্কা বলেন, ‘একজন নারী হিসেবে খারাপ লেগেছিল মল্লিকার কথায়। আন্তর্জাতিক প্রকল্পে কাজ করতে হলে দেশকে নিচে নামানোর কোনও প্রয়োজন নেই।’
প্রসঙ্গত, হলিউডের গায়ক-অভিনেতা নিক জোনাসকে বিয়ে করে এখন যুক্তরাষ্ট্রেই থিতু হয়েছেন প্রিয়াঙ্কা। তবে দেশকে এখনও ধারণ করে নানা কাজ করছেন। আমেরিকাতে প্রতিষ্ঠা করেছেন ‘সোনা’ নামে রেস্তোরাঁ ও ‘সোনা হোম’ নামের হোমওয়্যার শপ। যেখানে খাবার ও সামগ্রীতে আছে ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।