বিনোদন ডেস্ক : এক সময়ের দেশি গার্ল এখন কার্যত বিদেশি। নিক জোনাসকে বিয়ে করে এখন ভারতে বেড়াতে আসেন তিনি। একসময় বলিউডে চুটিয়ে কাজ করলেও প্রিয়াঙ্কা চোপড়া এখন আর এখানে কাজ করেননা।
কেন করেননা, কেন তিনি বিদেশি সিনেমায় কাজ করছেন, এসব অনেক জিজ্ঞাসা ভারতীয়দের মনে ছিল। তার উত্তর দীর্ঘদিন না পেলেও অবশেষে তাঁরা পেয়েছেন। আর তা পেয়েছেন প্রিয়াঙ্কার মুখ থেকেই।
কীভাবে বলিউডে প্রিয়াঙ্কাকে কোণঠাসা করা হয়, কীভাবে কাজ দেওয়া হচ্ছিল না, কীভাবে সেই কঠিন টালমাটাল সময় তিনি পার করেছেন, কার্যত দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, তা নিয়ে মুখ খোলেন প্রিয়াঙ্কা।
বলিউডের কিছু মানুষের প্রতি একরাশ ক্ষোভ তাঁর। কিন্তু কেন তিনি এতদিন চুপ থাকার পর অবশেষে মুখ খুললেন? সেই প্রশ্নেরও উত্তর দিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।
সিটাডেল নামে একটি সিরিজে প্রিয়াঙ্কা চোপড়া মুখ্য চরিত্রে অভিনয় করছেন রিচার্ড ম্যাডেনের বিপরীতে। সেই সিটাডেল নিয়ে একটি সাংবাদিক সম্মেলনে প্রিয়াঙ্কা জানান, তিনি পডকাস্টে তাঁর ছোটবেলা থেকে বড় হওয়া, কেরিয়ারের প্রথমদিক, কেরিয়ার নিয়ে কথা বলেন।
এখন তিনি বলিউড নিয়ে মুখ খুলেছেন কারণ এখন তিনি বিদেশে যথেষ্ট নিশ্চিন্ত অনুভব করেন। তাই তিনি এখন চান মানুষ জানুন তাঁকে কীভাবে বলিউডের কিছু প্রভাবশালী মানুষ কোণঠাসা করেছিলেন।
কেন প্রিয়াঙ্কা চোপড়াকে আজ বিদেশে পালিয়ে আসতে হয়েছে সেটাই তিনি বোঝাতে চাইছেন। তাঁর পেশাগত জীবনে পাথুরে জমিতে হাঁটার সেইদিনগুলো পার করে তিনি এখন অনেকটা ভাল আছেন। সেটাও বলতে দ্বিধা করেননি প্রিয়াঙ্কা চোপড়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।