প্রিয়াঙ্কা চোপড়ার মোট সম্পত্তির পরিমাণ কত জানেন?

বিনোদন ডেস্ক : বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের পাশাপাশি হলিউডেরও স্টার। নিক জোনাসকে নিয়ে করার পর বলা চলে পাকাপাকি ভাবে আমেরিকাতেই রয়েছেন তিনি। ভারতের মাটিতে তাকে খুব বেশি দেখা যায় না। দেশের সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কার খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে।তবে খ্যাতির পাশাপাশি প্রিয়াঙ্কার সম্পত্তিও কোন অংশে কম নেই। জানেন কত কোটি টাকার সম্পত্তি আছে প্রিয়াঙ্কার? জেনে নিন এই প্রতিবেদনে।

১৮ জুলাই ৪১-এ পা দিলেন দেশি গার্ল খ্যাত নায়িকা প্রিয়াঙ্কা। তবে ২০০০ সালে বিশ্বসুন্দরীর খেতাব জয় দিয়ে শুরু হয়েছিল এই সুন্দরীর জয়যাত্রা। বর্তমানে নিক জোনাসকে বিয়ে করে আমেরিকায় বসবাস করছেন তিনি। তাদের সংসারে রয়েছে এক মেয়ে মালতি মেরি।

এদিকে বর্তমানে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে প্রিয়াঙ্কার নাম রয়েছে।প্রিয়াঙ্কা একটি বলিউড ফিল্মের জন্য ১২ কোটি টাকা এবং হলিউড ওয়েব সিরিজের একটি পর্বের জন্য ২ কোটি টাকা নেন। অভিনেত্রী ছাড়াও প্রিয়াঙ্কা একজন ব্যবসায়ী নারীও।অভিনয়ের পাশাপাশি ব্যবসা থেকেও কোটি কোটি টাকা আয় করেন।

প্রিয়াঙ্কা নিজেই তার নিজের চুলের যত্নের ব্র্যান্ড অ্যানোমালির মালিক। যেখান থেকে তিনি কোটি টাকা আয় করেন। এছাড়াও প্রিয়াঙ্কা পার্পল পেবল পিকচার্স নামে নিজের প্রোডাকশন হাউসও চালান। আবার ২০২১ সালে নিউইয়র্কে ‘সোনা’ নামে একটি ভারতীয় রেস্তোরাঁ খুলেছেন তিনি। তার সঙ্গে ২০২২ সালে, তিনি হোমওয়্যার ব্র্যান্ড ‘সোনা হোম’ও চালু করেছেন।

প্রতি বছর ১৮ কোটির কাছাকাছি আয় করেন প্রিয়াঙ্কা।তার আয়ের বেশিরভাগই আসে সিনেমা এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে। সবথেকে বেশি আয় করেন ব্র্যান্ড এনডর্সমেন্টের মাধ্যমে, যা প্রোডাক্ট পিছু ৫ কোটির কাছাকাছি। এদিকে প্রিয়াঙ্কার আমেরিকা, ইংল্যান্ড ও ভারতের মধ্যে যাতায়াতের জন্য প্রিয়াঙ্কার নিজস্ব বিমান আছে।

এছাড়াও বিলাসবহুল গাড়ির খুব পছন্দ করেন তিনি। ২.৫ কোটি টাকা রোলস রয়েস, ১.১ কোটি টাকার মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস এবং পোর্শে, মার্সিডিজ বেঞ্জ ই ক্লাস এবং বিএমডব্লিউ এর মতো দামী গাড়ির মালিক তিনি। জানা গেছে প্রিয়াঙ্কার মোট সম্পদের পরিমাণ ৬২০ কোটি টাকা। এছাড়াও মুম্বই-গোয়াতে অনেক প্রপার্টি রয়েছে তার।