বিনোদন ডেস্ক : বলিউডের সিনেমা মোটামুটি ছেড়েই দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে খবরে এসেছে, তিনি নাকি রাজামৌলীর একটি দক্ষিণী ছবি সই করেছেন। আর সেই কারণেই তাঁর ঘন ঘন মুম্বইয়ে আসা-যাওয়া। তবে এবার খবর, প্রিয়াঙ্কা চোপড়া নাকি মুম্বইয়ে থাকা তাঁর সব সম্পত্তি বিক্রি করে দিলেন। মুম্বইয়ে থাকা তাঁর চারটি বিলাসবহুল ফ্ল্যাট নাকি বিক্রি করে দিলেন তিনি। আর এর থেকেই গুঞ্জন উঠল, পাকাপাকিভাবে ভারত ছাড়ছেন প্রিয়াঙ্কা। নিজের শিকড়কেও ছিঁড়ে ফেললেন বলিউডের পিগি চপস।
সূত্রের খবর অনুযায়ী, কয়েক মাস আগে প্রিয়াঙ্কা তাঁর মুম্বইয়ের সমস্ত ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন। প্রত্য়েকটি ফ্ল্যাট বিক্রি করে প্রিয়াঙ্কা পেয়েছেন ১৬ কোটি ৭০ লাখ টাকা। এর আগেও আরেকটি ফ্ল্যাট বিক্রি করেছিলেন অভিনেত্রী। সেখান থেকে প্রিয়াঙ্কা পেয়েছিলেন প্রায় ২ কোটি টাকা। শোনা যাচ্ছে, শুধু এই ফ্ল্যাটই নয়, বান্দ্রাতেও প্রিয়াঙ্কা একটি অফিস প্লট কিনেছিলেন, সেটাও নাকি সদ্য বিক্রি করেছেন প্রিয়াঙ্কা।
জনপ্রিয় পপ গায়ক নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার সুখের সংসার লস অ্য়াঞ্জেলেসে। সেখানে রয়েছে তাঁর বিলাসবহুল বাড়ি। কখনও সিনেমার কাজে, কখনও ব্যক্তিগত কাজে দেশে আসতেন প্রিয়াঙ্কা। তবে এবার নাকি সেই দেশ-বিদেশ যাত্রা কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।