বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের চিত্রনাট্যকার এবং অভিনয়শিল্পীদের দ্বৈত ধর্মঘটে সংহতি জানিয়েছেন বলিউড থেকে হলিউডে জায়গা করে নেওয়া অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে চলমান ধর্মঘটে সংহতি জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন প্রিয়াঙ্কা।
ক্যাপশনে তিনি লিখেছেন, “আমি আমার ইউনিয়ন ও সহকর্মীদের পাশে আছি। একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সংহতি জানাই।”
প্রিয়াঙ্কার ওই পোস্ট তার ভক্ত অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে। চিত্রনাট্যকার এবং অভিনয়শিল্পীদের একাট্টা হয়ে ধর্মঘটে নামার ঘটনা হলিউডে গত ৬৩ বছরের মধ্যে এই প্রথম।
এই কর্মবিরতির জেরে হলিউডের ছোট-বড় বাজেটের অধিকাংশ চলচ্চিত্র ও টেলিভিশন প্রোডাকশন হাউজে ধীরে ধীরে সব কাজ বন্ধ হয়ে যাবে বলে শঙ্কা তৈরি হয়েছে।
গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া ধর্মঘটের একটি পক্ষ স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যান্ড দি আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস’ (এসএজি-এএফটিআরএ); এই সংগঠনটির সদস্য সংখ্যা ১ লাখ ৬০ হাজারের বেশি।
আরেকটি সংঘ হল ‘রাইটার্স গিল্ড অব আমেরিকা’ (ডব্লিউজিএ), যেটি চলচ্চিত্র, টেলিভিশন, রেডিও ও অনলাইন লেখকদের প্রতিনিধিত্ব করে।
তৃতীয় পক্ষ হল ‘দ্য অ্যালায়েন্স অব মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস’ (এএমপিটিপি)। প্রধান স্ট্রিমিং স্টুডিও কোম্পানি যেমন- ওয়াল্ট ডিজনি, প্যারামাউন্ট এবং আমেরিকান টেলিভিশন নেটওয়ার্ক ফক্স, এনবিসি, নেটফ্লিক্স ও অ্যামাজনের মতো স্ট্রিমিং জায়ান্টগুলোর প্রতিনিধিত্ব করে এটি।
‘এসএজি-এএফটিআরএ’ বলছে, শিল্পী-কলাকুশলীদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য দাবি-দাওয়া তুলে ধরে তারা এই ধর্মঘটে শামিল হয়েছেন।
এক সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে, বেতন কমানো ও কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে তাদের কর্মক্ষেত্রে যে হুমকি তৈরি হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত মীমাংসা হয়নি। যদিও স্ট্রিমিং স্টুডিওগুলোর নির্বাহীরা বলছেন, লেখক ও অভিনয় শিল্পীদের দাবিগুলো অযৌক্তিক।
২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পরপরই নিজের দেশ ভারতে সিনেমায় নামেন প্রিয়াঙ্কা। অনেক সিনেমায় অভিনয় করার পাশাপাশি দুই বার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন।
প্রিয়াঙ্কার ভাষ্য, হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির ‘রাজনীতি’ তাকে একসময় কোণঠাসা করে ফেলেছিল। এছাড়া পারিশ্রমিকের ক্ষেত্রেও ‘বঞ্চনা’ সইতে হয়েছিল। সব মিলিয়ে ওই ‘নাজুক সময়ে আমেরিকান মিউজিক ভিডিওতে কাজের প্রস্তাব আসায় ভিনদেশে নতুন করে ক্যারিয়ার গড়ার প্রস্তাব লুফে নেন তিনি।
২০১৫ সালে আমেরিকান টিভি সিরিজ কোয়ান্টিকোতে অভিনয়ের মাধ্যমে হলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা। তারপর থেকে বলিউডে তিনি অনেকটাই অনিয়মিত।
২০১৭ সালে মুক্তি পায় প্রিয়াঙ্কার প্রথম হলিউডি সিনেমা ‘বেওয়াচ’। এছাড়া হলিউডের ‘ম্যাট্রিক্স রেজারেকশনস’, ‘দ্য হোয়াইট টাইগার’, ‘ইজন্ট ইট রোমান্টিক’, ‘এ কিড লাইক জেক’, ‘উই ক্যান বি হিরোস’ সিনেমাতেও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। হলিউডে তার সর্বশেষ কাজ স্পাই’ সিরিজ ‘সিটাডেল’ এবং ‘লাভ এগেইন’ সিনেমায়।
গরমকালে পা ঘামার সমস্যা কমাতে ব্যবহার করতে পারবেন ব্ল্যাক টি
এর মাঝে ২০১৮ সালে আমেরিকান গায়ক নিক জোনাসকে বিয়ে করেন সেখানেই থিতু হয়েছে প্রিয়াঙ্কা। এরই মধ্যে মা হয়েছেন। কয়েক বছর আগে নিউ ইয়র্কে রেস্তোরাঁও খুলেছেন এই নায়িকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।