বিনোদন ডেস্ক : বলিউডের সুপারহিরো সিনেমা ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী পর্ব ‘কৃষ ফোর’ নিয়ে আসছে এক নতুন চমক। দীর্ঘ বিরতির পর আবারও একসাথে স্ক্রীনে আসতে চলেছেন হৃতিক রোশন এবং প্রিয়াঙ্কা চোপড়া। এক যুগ পর এই জুটির মধ্যে দর্শকদের আগের মতোই রসায়ন আবার ফিরিয়ে আনার জন্য প্রিয়াঙ্কার ফিরে আসা নিশ্চিত হয়েছে।
জানা গেছে, ‘কৃষ ফোর’-এ প্রিয়াঙ্কা চোপড়া থাকছেন। তবে এই পর্বে তিনি শুধু একটি নয়, তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করবেন। পূর্বের পর্বগুলির মতো রোহিত মেহরা এবং সুপারহিরো কৃষের চরিত্রে ফিরছেন হৃতিক রোশন, তবে এবার প্রধান খলনায়কও তিনি নিজেই। অতীত, বর্তমান এবং ভবিষ্যত— টাইম ট্রাভেল এবং চমকপ্রদ গল্পের মধ্য দিয়ে এগিয়ে যাবে সিনেমার কাহিনি।
এতে অভিনয় করবেন হৃতিক, প্রিয়াঙ্কা ছাড়াও রেখা, প্রীতি জিনতা, বিবেক ওবেরয়। সিনেমার পরিচালনা করবেন হৃতিক রোশন নিজেই, কারণ গত বছর রাকেশ রোশন পরিচালনা থেকে অবসর ঘোষণা করেছেন। তাঁর জায়গায় হৃতিক এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি পরিচালনার দায়িত্ব নিয়েছেন এবং রাকেশও তাঁর ওপর পূর্ণ আস্থা রেখেছেন।
এছাড়া, হৃতিক এবং প্রিয়াঙ্কা এই ছবির শুটিং শুরু করবেন ২০২৬ সালের শুরুতে। শোনা যাচ্ছে, সিনেমার নির্মাণ নিয়ে প্রিয়াঙ্কা বেশ আগ্রহী এবং হৃতিকের ভাবনা শুনে তিনি সম্মতি দিয়েছেন।
এছাড়া, ‘কৃষ ফোর’ ছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া আগামী দিনগুলোতে আরও বড় বাজেটের সিনেমায় কাজ করতে যাচ্ছেন। সেগুলির মধ্যে অন্যতম, এস এস রাজামৌলির পরবর্তী বিগ বাজেট অ্যাকশন অ্যাডভেঞ্চার, যেখানে তাঁর নায়ক হিসেবে থাকছেন মহেশ বাবু। তবে, পরিচালক অ্যাটলি প্রিয়াঙ্কাকে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু গল্পটি তেমন আকর্ষণীয় না হওয়ায় তিনি ফিরিয়ে দিয়েছেন সেই প্রস্তাব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।