বিনোদন ডেস্ক : বিশ্ব বিনোদন দুনিয়ার জনপ্রিয়তা মাপার অন্যতম মাপকাঠি আইএমডিবি। নিয়মিতভাবেই তারা প্রকাশ করে এক তালিকা—‘জনপ্রিয় তারকা’। এই তালিকায় স্থান পায় সেইসব মুখ, যাঁদের নিয়ে বিশ্বব্যাপী চলে সবচেয়ে বেশি আলোচনা, অনুসন্ধান আর আগ্রহ। শীর্ষ ৫০ তারকার এই তালিকায় এবার চমক নিয়ে হাজির হয়েছেন বলিউডের এক সময়ের ডিভা, প্রিয়াঙ্কা চোপড়া।
হ্যাঁ, ঠিকই ধরেছেন। আন্তর্জাতিক মঞ্চে নিয়মিত পদচারণা করা প্রিয়াঙ্কা এই তালিকার ২২ নম্বরে উঠে এসেছেন। সম্প্রতি হলিউড সিনেমা ‘হেডস অব স্টেট’–এ অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। ২ জুলাই মুক্তি পাওয়া এই অ্যাকশন–কমেডি সিনেমায় তাঁকে একেবারে নতুন এক অবতারে দেখা গেছে। পাশাপাশি বলিউডে রণবীর সিংয়ের সঙ্গে ‘ডন ৩’–এ অভিনয়ের গুঞ্জন যেন তাঁর জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করেছে। ফলে আইএমডিবির খোঁজাখুঁজির শীর্ষে উঠে এসেছেন এক সময়ের এই মিস ওয়ার্ল্ড।
কিন্তু সবচেয়ে চর্চিত মুখ কে? তিনি হলেন ডেভিড কোরেন্সওয়েট। সুপারম্যান হিসেবে বড়পর্দায় আত্মপ্রকাশ করেই যেন বিশ্ব মুগ্ধ করে দিয়েছেন। ১১ জুলাই মুক্তি পাওয়া ‘সুপারম্যান’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে তাঁর আত্মপ্রকাশ নিয়ে আগে থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। সিনেমা মুক্তির পর সেই উত্তেজনা পরিণত হয়েছে তুমুল আলোচনায়। ভক্তরা হুমড়ি খেয়ে পড়ছেন ডেভিড সম্পর্কে আরও জানতে। আর তাই তিনি এখন আইএমডিবির আলোচিত তারকাদের তালিকার এক নম্বরে।
এই তালিকার ২ নম্বরে রয়েছেন র্যাচেল ব্রসনাহান। তিনিও ‘সুপারম্যান’–এর মাধ্যমে আলোচনায় আসেন। যদিও সিনেমায় তাঁর চরিত্রটি বড় নয়, তবে উপস্থিতিটি যথেষ্ট দৃঢ় এবং স্মরণীয়। একই সঙ্গে ১১ এপ্রিল মুক্তি পাওয়া ‘দ্য অ্যামেচার’ সিনেমায় প্রধান চরিত্রে তাঁর অভিনয়ও আলোচনায় রয়েছে। অভিনয়ের পরিপক্বতা এবং ভিন্নধর্মী চরিত্র বেছে নেওয়ার দিক থেকে প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী।
৩ নম্বরে রয়েছেন নিকোলাস হল্ট। গত বছর ‘নসফেরাতু’–এ অভিনয়ের পর থেকেই তাঁকে নিয়ে আগ্রহ বেড়েছে দর্শকদের। এবার ‘সুপারম্যান’ সিনেমায় নতুন এক চরিত্রে হাজির হয়ে আবারো আলোচনায় এসেছেন তিনি।
সিনেমার পরিচালকরাও যে আলোচনার কেন্দ্রে আসতে পারেন, সেটার বড় প্রমাণ জেমস গান। ‘সুপারম্যান’–এর পরিচালক হিসেবে তাঁর নাম এখন সবার মুখে মুখে। একাধিক জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির স্রষ্টা এই নির্মাতা আইএমডিবির তালিকায় উঠে এসেছেন ৪ নম্বরে।
৫ নম্বরে চমকে দেওয়া এক নাম—ম্যাগি কিউ। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য ফ্যামিলি প্ল্যান’–এর পর তিনি যেন হারিয়ে গিয়েছিলেন। কিন্তু ২০২৫ সালেই বাজিমাত করলেন দুইটি ভিন্ন ধারার সিরিজ দিয়ে। ‘বস: লিগ্যাসি’ এবং ‘ব্যালাড’—এই দুই সিরিজে ম্যাগি কিউ–এর উপস্থিতি নজর কেড়েছে সমালোচকদেরও। মাত্র কয়েক সপ্তাহ আগে তালিকার ৬২৬ নম্বরে থাকা এই অভিনেত্রী এখন সোজা উঠে এসেছেন সেরা পাঁচে।
এই তালিকা থেকে স্পষ্ট, সিনেমা বা সিরিজে বড় ভূমিকা না থাকলেও, আলোচনায় উঠে আসা এবং দর্শকের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকাই এখন জনপ্রিয়তার মাপকাঠি। কেউ কেউ কাজ দিয়ে মুগ্ধ করছেন, কেউবা গুঞ্জনের ঢেউ তুলে স্থান করে নিচ্ছেন শীর্ষে। তবে নিঃসন্দেহে বলা যায়, বিশ্ববাসী এখন আগ্রহের চোখে দেখছে ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। হলিউড–বলিউড মিলিয়ে তাঁর সামনের দিনগুলো হয়তো আরও আলোচিত হয়ে উঠবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।