বিয়ে করলেন প্রিয়াঙ্কার বোন মীরা চোপড়া

মীরা চোপড়া

বিনোদন ডেস্ক : রাজস্থানের জয়পুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে সাতপাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী মীরা চোপড়া। গতকাল মঙ্গলবার দীর্ঘদিনের প্রেমিক ও ব্যবসায়ী রক্ষিত কেজরিওয়ালকে জীবনসঙ্গী করে নিয়েছেন অভিনেত্রী। বলিউডের অন্য আট দশটা বিয়ের ছক না মেনে লাল লেহেঙ্গায় সেজে উঠেন মীরা। তার সঙ্গে ছিল মানানসই গয়না এবং মেকআপ। নববধূর মুখের হাসিও ছিল দেখার মতো।

মীরা চোপড়া

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেছেন মীরা চোপড়া। বিয়ের ছবিগুলোতে দেখা গেছে, টকটকে লাল রঙের ভারী কাজের বিয়ের লেহেঙ্গা পরে আছেন মীরা। আর আইভরি রঙের শেরওয়ানিতে সেজেছেন বর রক্ষিত কেজরিওয়াল। তাদের মাথার ওপরে পড়ছে ফুলের পাপড়ি।

মীরার বিয়ের ছবি দেখে বর-বধূকে অভিনন্দন জানাচ্ছেন ভক্ত এবং সহকর্মীরা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, জয়পুরের বুয়েনা ভিস্তা লাক্সারি গার্ডেন স্পা রিসোর্টে ১১ মার্চ মীরার মেহেদি, সংগীত এবং ককটেল পার্টি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার তাদের চার হাত এক করে দেন পরিবারের সদস্যরা। পরিবার ছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের অনেকেই।

দ্বিতীয় বার মা হলেন মৌসুমী

মীরার বিয়েতে মা মধু চোপড়া উপস্থিত থাকলেও দেখা যায়নি বোন প্রিয়াঙ্কা চোপড়াকে। এমনকি আরেক বোন পরিণীতি চোপড়াকেও দেখা যায়নি বিয়েতে। এক সাক্ষাৎকারে মীরা জানিয়েছিলেন, দুই বোনের সঙ্গে তার দূরত্ব রয়েছে। বলিউডে তাদের কাছ থেকে কোনো সাহায্যও পাননি বলেও জানান এই অভিনেত্রী।

মীরা পেশায় একজন মডেল এবং অভিনেত্রী। হিন্দি ছবির পাশাপাশি তামিল, তেলুগু ইন্ডাস্ট্রিতেও কাজ করেন তিনি। ‘১৯২০ লন্ডন’, ‘গ্যাঙ অব গোস্টস’ও ‘সেকশন ৩৭৫’–এ অভিনয় করে পরিচিতি পেয়েছেন ৩৮ বছর বয়সি মীরা চোপড়া। গত বছর ওটিটি ছবি ‘সফেদ’-এ দেখা গেছে অভিনেত্রীকে। ভালোবাসার মানুষের সঙ্গে এবার সংসার সাজানোর পালা।