বিনোদন ডেস্ক : আচমকাই অভিনেত্রীর জীবনে শোকের পাহাড় ভেঙে পড়ল। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমার ভাইঝি,আমার সন্তান, আমার জান- না ফেরার দেশে চলে গেল। আশা করি তুই শান্তি আর ভালোবাসা খুঁজে পাবি যেখানেই থাকিস।” শোকেকাতর অভিনেত্রীকে সেই পোস্টে সমবেদনা জানান একাধিক বিটাউনের সেলেবরা।
দিয়া মির্জাকে সকলেই তাঁর সদা হাসি মুখের জন্যই চেনেন। তবে আচমকাই দিয়ার জীবনে দুঃসংবাদ। অভিনেত্রী হারালেন তাঁর সন্তানসম ভাইঝিকে। নায়িকা নিজেই তাঁরসোশ্যাল মিডিয়ায় জানান ভাইঝির মৃত্যু সংবাদ। পাশাপাশি হৃদয় বিদারক একটি পোস্টও দেন ভাইঝিকে নিয়ে।
নিজের ইনস্টাগ্রামে ভাইঝির ছবি ভাগ করে নিয়ে লেখেন, “আমার ভাইঝি,আমার সন্তান, আমার জান- না ফেরার দেশে চলে গেল। আশা করি তুই শান্তি আর ভালোবাসা খুঁজে পাবি যেখানেই থাকিস… তুই সবসময় আমাদের মুখে হাসি ফুটিয়েছিস… ওপারটাও আলোয় ভরিয়ে রাখিস তোর নাচে, হাসিতে আর গান। ওম শান্তি”। তবে কী কারণে অভিনেত্রীর ভাইঝির মৃত্যু হয়েছে সেই কারণটি এখনও স্পষ্ট নয়।
২০২১ সালের ফেব্রুয়ারিতে ব্যবসায়ী স্বামী Vaibhav Rekhi-কে বিয়ে করেন দিয়া মির্জা। বিয়ের কিছু দিনের মধ্যেই বেবি বাম্পের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এপ্রিলে সুখবর দেওয়ার পরই জুলাই মাসে প্রথম সন্তান Avyaan আসে দিয়ার কোলে। সেই সময় তাঁর বিয়ে আর প্রেগনেন্সি নিয়ে প্রচুর জলঘোলা হয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে পেজ থ্রি-র খবরে। যদিও সেগুলোকে মোটেই পাত্তা দেননি অভিনেত্রী। তবে অন্তঃসত্ত্বা অবস্থা বেশ কঠিন ছিল দিয়ার জন্য। প্রি-ম্যাচিওর সন্তান প্রসব করেন দিয়া, জন্মের পর দীর্ঘ সময় হাসপাতালে ভর্তি ছিল অভ্যান (Dia Mirza Son)।
সেই সময় বিয়ের আগে সম্পর্ক নিয়ে দিয়া সাফ জানিয়েছিলেন, বিয়ের আগে সম্পর্কের বিষয়টা একেবারে ‘Personal Choice’। দুটো মানুষের মধ্যে এই বিষয়টা সীমাবদ্ধ রাখা উচিত বলে মনে করেন RHTDM-এর অভিনেত্রী দিয়া মির্জা।
খুব শীঘ্রই দিয়াকে দেখা যাবে Dhak Dhak ছবিতে তাঁর সঙ্গেই দেখা যাবে ফতিমা সানা শেখ, রত্না পাঠক শাহের মতো অভিনেতারা। তরুণ দুদেজার সঙ্গে এই ছবিটি প্রযোজনা করছেন অভিনেত্রী তাপসী পান্নু।রোড ট্রিপের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমার গল্প।
নারী স্বাধীনতার গল্প বলবে এই ছবি। দেখান হবে এমন কিছু দৃশ্য যা আগে কখনও দর্শক দেখেনি। সেই সকল দৃশ্য হলে বসে সিনেপ্রেমী মানুষ উপভোগ করবে। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছিলেন প্রযোজক তাপসী পান্নু। বলিউডের প্রথম ক্রু হিসাবে এই সফর সেলিব্রেট করছেন টিম ‘ধক ধক’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।