বিনোদন ডেস্ক : মাত্র দু-বছরেই মোহভঙ্গ। বিদায় জানালেন প্রিয় ‘সোনা’কে। হৃদয় ভাঙার প্রিয়াঙ্কার নতুন এ খবর সবাইকে জানিয়েছেন তারই বন্ধু মনীশ কে গয়াল।
মনীশ তার সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে দীর্ঘ এক স্ট্যাটাস ভক্তদের সঙ্গে শেয়ার করেন। ওই স্ট্যাটাস থেকে জানা যায়, নিউইয়র্কে দেশি খাবারের স্বাদ পৌঁছে দিতে ২০২১ সালে বন্ধু মনীশকে নিয়ে একটি রেস্তোরাঁ খোলেন প্রিয়াঙ্কা। ওই রেস্তোরাঁর নাম দেন ‘সোনা’।
পার্টনারশিপ এই ব্যবসা দাঁড় করাতে ‘সোনা’র ক্রিয়েটিভ দিকটি শক্ত হাতে ধরেছিলেন প্রিয়াঙ্কা। এ রেস্তোরাঁর ডিজাইন থেকে শুরু করে মেন্যু, মিউজিক, ইভেন নাম সবকিছুই প্রিয়াঙ্কার হাতে গড়া।
কিন্তু হঠাৎই রেস্তোরাঁর মালিকানা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী। তবে মালিকানা থেকে সরে দাঁড়ালেও এ রেস্তোরাঁর পরিবারের একটি অংশ হয়েই থাকবেন এ বলি অভিনেত্রী এমনটাই জানিয়েছেন মনীশ।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, এ বিষয়ে ‘সোনা’র প্রতিষ্ঠাতা মনীশ বলেছেন, ‘আমরা আমাদের নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বসিত। এ যাত্রায় প্রিয়াঙ্কা না থাকলেও তিনি আমাদের পরিবারের অংশ হিসেবেই থাকবেন।’
২০২১ সালের মার্চে ‘সোনা’ রেস্তোরাঁটি চালু করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। উদ্বোধনে তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বামী জনপ্রিয় আমেরিকান গায়ক নিক জোনাস ও মা মধু চোপড়া। ওই সময় প্রতিষ্ঠানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন প্রিয়াঙ্কা।
গরমে বদলে যায় আলিয়ার ডায়েট, যা খেয়ে শরীর ঠান্ডা রাখেন নায়িকা
কিন্তু প্রিয় এ দুনিয়াকে বিদায় জানালেন নায়িকা। ধারণা করা হচ্ছে, কন্যা মালতিকে সময় দেয়ার জন্যই কাজ আর ব্যবসা থেকে নিজেকে কিছুটা গুটিয়ে নিচ্ছেন বলিউড, হলিউড কাঁপানো গায়িকা ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।