বিনোদন ডেস্ক : গেল ঈদে মুক্তি পেয়েছে ঢালিউড কিং শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা। আর এ সিনেমা অলটাইম ব্লকবাস্টার খেতাব পেয়েছে। এরই মধ্যে ‘প্রিয়তমা’ দেশের বাজারে সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে।
জানা যায়, গত ২৯ জুন মুক্তির পর থেকে ১০৯টি সিনেমা হল থেকে প্রথম সপ্তাহে ১০ কোটি ৩০ লাখ, দ্বিতীয় সপ্তাহে বিশ্বব্যাপী ৮ কোটি ৫৫ লাখ, তৃতীয় সপ্তাহে ৫ কোটি ৭৫ লাখ টাকার গ্রস কালেকশন হয়। এবং সর্বশেষ চতুর্থ সপ্তাহে ২ কোটি ৩৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে।
মুক্তির দিন থেকে চতুর্থ সপ্তাহ পর্যন্ত ‘প্রিয়তমা’ সিনেমার গ্রস কালেকশন ২৬ কোটি ৯৫ লাখ। এদিকে ‘প্রিয়তমা’ সিনেমার এমন দারুণ সাফল্যের জন্য প্রযোজক আরশাদ আদনান নির্মাতা হিমেল আশরাফকে একটি গাড়ি উপহার দিয়েছেন।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে হিমেল আশরাফ নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে এ নির্মাতা লেখেন, ‘ধন্যবাদ, আরশাদ আদনান ভাইয়া। প্রিয়তমার সাফল্যে এই ব্র্যান্ড নিউ গাড়িটি উপহার দেয়ার জন্য।’
উল্লেখ্য, ‘প্রিয়তমা’ সিনেমায় জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।