আন্তর্জাতিক ডেস্ক : সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ নভোস্তির বরাতে বৃহস্পতিবার (১৪ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হুতিদের সামরিক বাহিনীর বিশ্বস্ত সূত্রের বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, তারা সফলভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি ঘণ্টায় ৯ হাজার ৮০০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। পরীক্ষা চালানো ওই ক্ষেপণাস্ত্রটি সলিড ফুয়েলচালিত।
সূত্র আরও জানিয়েছে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ ক্ষেপণাস্ত্রটি হুতিরা লোহিত সাগর, আরব সাগর ও এডেন উপসাগরে সামরিক অভিযানে ব্যবহার করতে চায়। এ ছাড়া ইসরায়েলকে নিশানা করতেও এটিকে ব্যবহার করবে ইরানপন্থি এ গোষ্ঠীটি।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর গত নভেম্বরে হামাসের প্রতি সমর্থন জানিয়ে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। এরপর এই তালিকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজের নাম যুক্ত করে ইরানপন্থি এ গোষ্ঠীটি।
হুতিদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে একদিকে যেমন বেড়েছে পরিবহন ব্যয় তেমনি লাগছে অতিরিক্ত সময়। ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।