নতুন বছরের শুরুতেই দর্শকদের জন্য বড় চমক দিলেন পরিচালক সন্দীপ রেড্ডি। ঘড়ির কাঁটা যখন ঠিক রাত ১২টা ছুঁয়েছে, তখনই প্রকাশ্যে এলো তার পরবর্তী পুলিশ ড্রামা ‘স্পিরিট’–এর প্রথম পোস্টার। ২০২৬ সালকে স্বাগত জানাতে প্রভাস ও তৃপ্তি দিমরিকে নিয়ে তৈরি এই ফার্স্ট লুক মুহূর্তেই সামাজিক মাধ্যমে ঝড় তোলে। তবে প্রশংসার পাশাপাশি শুরু হয়েছে বিতর্কও অনেকের মতে, সিনেমাটির লুক মনে করিয়ে দিচ্ছে ভাঙ্গার আগের সুপারহিট ছবি ‘অ্যানিমেলকে’-কে।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, শার্টলেস প্রভাস ক্যামেরার দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছেন। তার পিঠ জুড়ে আঘাতের দাগ, ব্যান্ডেজ আর ক্ষতচিহ্ন। এক হাতে মদের বোতল, অন্য হাতে সিগারেট যেটি জ্বালিয়ে দিচ্ছেন ধূসর শাড়ি পরা তৃপ্তি দিমরি। রাফ, রাগী ও বিধ্বস্ত এই লুকেই ধরা পড়েছে ছবির মূল টোন।
অনেক ভক্ত প্রভাসের শারীরিক পরিবর্তন দেখে মুগ্ধ। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখেছেন, ২০২৬ সালে আবার পিক ফিটনেসে প্রভাসকে দেখা যাবে, যা অনেকের কাছে ‘বাহুবলী’ যুগের কথা মনে করিয়ে দিয়েছে। তবে সমালোচনাও কম নয়। দর্শকদের একাংশের মতে, পোস্টারটি ‘অ্যানিমাল’-এর দ্বিতীয়ার্ধের সঙ্গে অতিরিক্ত মিল রয়েছে। বিশেষ করে আহত নায়কের পাশে তৃপ্তি দিমরির উপস্থিতি এবং তার দ্বারা সিগারেট জ্বালিয়ে দেওয়ার দৃশ্য অনেকের কাছে রণবীর কাপুর ও তৃপ্তির সেই বিতর্কিত দৃশ্যের কথাই মনে করিয়ে দিয়েছে।
একজন এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী লেখেন, “এক মুহূর্তের জন্য ভেবেছিলাম এটা রণবীর কাপুর!” আরেকজন মন্তব্য করেন, “আরেকটা ‘অ্যানিমেল’ আসছে মনে হচ্ছে।”
সিনেমাটির সঙ্গে শুরুতে যুক্ত ছিলেন দীপিকা পাড়ুকোন। তবে আট ঘণ্টার কাজের সময়সূচি ও অন্যান্য শর্ত নিয়ে মতবিরোধের কারণে তিনি প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। এরপরই তৃপ্তি দিমরিকে নায়িকা হিসেবে চূড়ান্ত করেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ‘অ্যানিমেল’-এর মাধ্যমে ব্রেক পাওয়া তৃপ্তির জন্য এটি আরেকটি বড় প্রজেক্ট।
‘স্পিরিট’ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রকাশ রাজ ও বিবেক ওবেরয়। বিবেককে সিনেমার প্রধান খলনায়ক হিসেবে দেখা যাবে বলে জানা গেছে। প্রভাসের জন্মদিনে গত বছরের অক্টোবরে মুক্তি পেয়েছিল সিনেমাটির অডিও টিজার, যেখানে ইঙ্গিত দেয়া হয় প্রভাস এখানে একজন আইপিএস অফিসারের চরিত্রে অভিনয় করছেন, যিনি বর্তমানে জেলবন্দি।
‘স্পিরিট’ প্রযোজনা করছে ভুষণ কুমারের টি-সিরিজ এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভদ্রকালি পিকচার্স। চলতি বছরই ছবিটি মুক্তির কথা রয়েছে। প্রথম ঝলকেই আলোচনার কেন্দ্রে ‘স্পিরিট’। এটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে, নাকি ‘অ্যানিমেল’-এর ছায়া থেকে বেরোতে ব্যর্থ হবে সেই উত্তর সিনেমা মুক্তির পরই জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


