আন্তর্জাতিক ডেস্ক : প্রবাসীদের জন্য আসছে সুখবর। পাঁচটি শর্ত মেনে নির্দিষ্ট ফি দিয়ে বেসরকারি খাতে আকামা পরিবর্তনের সুযোগ পেতে যাচ্ছেন প্রবাসীরা।

কুয়েতের বিভিন্ন অফিস-আদালত, স্কুল-কলেজ, হাসপাতাল বা পৌরসভার পরিচ্ছন্নকর্মীসহ বিভিন্ন কোম্পানির অধীনে সরকারি প্রকল্পে চুক্তিভিত্তিক ভিসা নিয়ে দেশটিতে এসে বিপাকে ছিলেন অনেক প্রবাসী। এই ভিসার মেয়াদ শেষ হলে নতুন আকামা নবায়নে বড় অঙ্কের টাকা খরচ হতো প্রবাসীদের।
অনেকে বিভিন্ন কাজে দক্ষ হলেও কুয়েতে যে কাজের ভিসা নিয়ে প্রবেশ করেছেন সেই পেশাতেই আকামা নবায়ন ছাড়া অন্য কোথাও আইনগতভাবে আকামা পরিবর্তনের সুযোগ ছিল না। তবে আগামী ৩ নভেম্বর থেকে সরকারি প্রকল্প বা আকুদ হুকুমার আকামা থেকে বেসরকারি খাত বা আহলি আকামায় পরিবর্তনের সুযোগ দিতে যাচ্ছে কুয়েত সরকার।
ভিসা পরিবর্তনের ক্ষেত্রে আবেদনকারীকে ৩৫০ কুয়েতি দিনার অতিরিক্ত ফি পরিশোধের পাশাপাশি পূরণ করতে হবে ৫টি শর্ত। শেষ হতে হবে অন্যান্য চুক্তির মেয়াদ। চুক্তির অধীনে কমপক্ষে এক বছর অতিবাহিত করতে হবে কর্মীকে।
শ্রমিকের প্রয়োজন নেই মর্মে প্রকল্পের সরকারি কর্মকর্তা থেকে চিঠিও প্রদান করতে হবে, লাগবে বর্তমান নিয়োগকর্তার অনুমতি।
সরকারি প্রকল্প থেকে বেসরকারি খাতে আকামা পরিবর্তনের খবরে উচ্ছ্বসিত প্রবাসীরা। তারা বলেছেন, প্রবাসীদের জন্য এটি অনেক বড় একটি সুযোগ। কুয়েত সরকারের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
এই সুযোগ কাজে লাগাতে পারলে প্রবাসীদের উপার্জন বাড়বে এবং তারা বাংলাদেশের রেমিট্যান্স খাতে বড় ভূমিকা রাখতে পারবেন, এমনটা আশা করছেন সংশ্লিষ্টরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



