ফ্রান্সে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাওসার নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সকালে দেশটির একটি মহাসড়কে ফ্লিক্স বাস দুর্ঘটনার কবলে পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বর্তমানে মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে পুলিশি তত্ত্বাবধানে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার পর কয়েক দিন পার হলেও এখন পর্যন্ত তার পরিবারের কোনো সদস্য বা নিকটাত্মীয়ের সন্ধান পায়নি স্থানীয় কর্তৃপক্ষ।

ফ্রান্স প্রবাসী আশুক আহমদ খাঁ জানিয়েছেন, নিহত কাওসারের ব্যবহৃত মোবাইল ফোনটি আনলক থাকায় সেখান থেকে তার ছবি সংগ্রহ করা সম্ভব হয়েছে। সেই ছবির সূত্র ধরেই এখন তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। ফ্রান্সে বসবাসরত কোনো প্রবাসী যদি কাওসারকে চিনে থাকেন বা তার স্থায়ী ঠিকানা সম্পর্কে কোনো তথ্য জানেন, তবে দ্রুত স্থানীয় পুলিশ বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই : ইসি সানাউল্লাহ
প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পেয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত প্রবাসী কারও মৃত্যুর পর পরিচয় শনাক্ত হলে দূতাবাসের মাধ্যমেই মরদেহ দেশে পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু হয়। কাওসারের স্বজনদের দ্রুত খুঁজে বের করা সম্ভব হলে এই প্রক্রিয়াটি ত্বরান্বিত হবে। কোনো প্রবাসী বাংলাদেশি তথ্য দিয়ে সহায়তা করতে চাইলে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি লিডারদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


