আন্তর্জাতিক ডেস্ক : প্রবাসীদের স্বার্থ বিবেচনায় পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে প্রবাসীর হেলিকপ্টার ও ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার দুপুরে প্রবাসীর হেলিকপ্টারের হেড অফিসে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
ঢাকা রিজেন্সির সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর মাহমুদ হাসান এবং প্রবাসীর হেলিকপ্টারের ব্যবস্থাপনা পরিচালক বায়েজিদ আল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে প্রবাসীরা ঢাকা রিজেন্সিতে সেবা নেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে যাচ্ছেন।
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের পরিচালক (সেলস এন্ড মার্কেটিং) মাহমুদ হাসান বলেন, ‘ ঢাকা রিজেন্সি সবসময়ই প্রবাসীদের কল্যাণে কাজ করতে আগ্রহী। প্রবাসীর হেলিকপ্টারের সাথে এই পথচলা এক নতুন দিগন্তের সূচনা করবে। এই সমঝোতার মাধ্যমে প্রবাসীরা ঢাকা রিজেন্সি থেকে বিশেষ সুবিধা পাবেন’
নতুন সমঝোতার প্রেক্ষাপটে রেমিট্যান্স যোদ্ধারা কী ধরণের সুবিধা পাবেন জানতে চাইলে প্রবাসীর হেলিকপ্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বায়েজিদ আল হাসান জানান, ‘ আমাদের সবসময়ই ইচ্ছা আছে প্রবাসীদের সম্মানে বিশেষ কিছু করার। ফ্লাইট রিশিডিউল বা যথাসময়ে ফ্লাইট ধরার প্রয়োজনে প্রবাসীদের অনেকসময় ঢাকায় হোটেল সুবিধার দরকার পড়ে, এই চুক্তির ফলে তারা ঢাকা রিজেন্সিতে কাঙ্খিতমানের সেই সুবিধাটা পাবেন’
অনুষ্ঠানে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং প্রবাসীর হেলিকপ্টারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।