বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আবারও সমস্যা দেখা দিয়েছে বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সমস্যার কারণে দেখা যাচ্ছে না, লাইভ ভিউয়ের সংখ্যা এবং পেইজের কাভার ফটো।
সার্ভার সমস্যার কারণে এমনটা হয়েছে বলে ধারণা প্রযুক্তি বিশেষজ্ঞদের।
বাংলাদেশ সময় বুধবার (২০ মার্চ) রাত ৯টার দিকে এ সমস্যার সম্মুখীন হতে থাকেন ব্যবহারকারীরা।
বিষয়টি সার্ভারের সমস্যার কারণে হচ্ছে বলে ধারণা প্রযুক্তি বিশেষজ্ঞদের। কারণ প্রায় ১০ ঘণ্টা আগে ‘এক্স’ (সাবেক টুইটার) এ এক পোস্টে এর ইঙ্গিত দেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
এক্সে তিনি লেখেন, আমার আরেকটি সার্ভার জটিলতা প্রয়োজন। এর বাইরে এ বিষয়ে মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।