প্রবল শক্তিতে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় তেজ

ঘূর্ণিঝড় তেজ

আন্তর্জাতিক ডেস্ক : ঘনিয়ে আসছে ঘূর্ণিঝড় তেজ। আরব সাগরে সৃষ্ট এ ঘূর্ণিঝড় ওমানে আঘাত হানতে পারে। এ কারণে ওমানের নাগরিকদের সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাতের মাসকাট দূতাবাস। খবর খালিজ টাইমস।

ঘূর্ণিঝড় তেজ

গতকাল শনিবার (২১ অক্টোবর) বিকালে এক টুইট বার্তায় মাসকাটে অবস্থিত দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত তার নাগরিকদের সুরক্ষায় জরুরি সেবা চালু করেছে। ওমানে অবস্থানরত কোনো নাগরিক সমস্যায় পড়লে তাকে ০০৯৭১৮০০২৪ এবং ০০৯৭১৮০০৪৪৪৪৪ এই নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে।

ঘূর্ণিঝড় তেজ আজ রবিবার ওমানে আঘাত হানতে পারে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শক্তিশালী ঘূর্ণিঝড় তেজের প্রভাবে শনিবার থেকে সালালাহ বন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় আজ বিকাল ৫টা পর্যন্ত এটি বন্ধ থাকবে।

দুধের সঙ্গে মিছরি মিশিয়ে খেলে যা ঘটবে আপনার শরীরে

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া দপ্তর গত শুক্রবার আরব সাগরের দক্ষিণে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পূর্বাভাস জারি করে। যদিও এ ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব আরব আমিরাতে পড়বে না। তবে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।