জুমবাংলা ডেস্ক : জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানালেও সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে দলটি।
এ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন। কিন্তু বিএনপি ধারণা নয়, সুনির্দিষ্ট রোডম্যাপ চায়।’
একইভাবে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘নির্বাচনের জন্য অপেক্ষা করতে রাজি আছি। সংস্কার হবে, তবে যুগ যুগ ধরে অপেক্ষা করতে রাজি নই। দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ এসব কিছুর জন্য রাজনৈতিক সরকার দরকার। নির্বাচনের রোডম্যাপ দরকার।’
তিনি আরও বলেন, ‘আশাকরি অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেবে।’
স্থায়ী কমিটির সদস্যআমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘মানুষ আজ নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে পদার্পণ করেছে। বিগত ১৫ বছরে বহু রক্তের বিনিময়ে অর্জিত আজকের নতুন বাংলাদেশ। আগামীর বাংলাদেশে যাতে কোন স্বৈরাচার জায়গা করতে না পারে। আর কোনো গোষ্ঠি বা ব্যক্তি যাতে বাংলাদেশকে দখল করতে না পারে। জনগণের সরকার হতে হবে। নির্বাচিত সরকার হতে হবে।‘
মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেতারা এসব কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর বিএনপি যৌথভাবে এ আয়োজন করে।
এ সময় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, কেন্দ্রীয়সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, সমাজসেবা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।