জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন বিএনপির চার নেতা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বৈঠকে আরও অংশ নিয়েছেন দলটির স্থায়ী কমিটির আরও তিন সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
বিএনপির সঙ্গে বৈঠকের পর আজ রাতে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের। এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান উপদেষ্টার বৈঠক হবে।
হেরা ফেরি ৩ : সুদসহ অক্ষয়কে পারিশ্রমিক ফিরিয়ে দিলেন পরেশ রাওয়াল
বৈঠকে জামায়াতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান, এনসিপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।