প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিজেই তার স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতির উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন।

প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদে এমন কিছু বিষয় যুক্ত করা হয়েছে যা ঐক্যমত্য কমিশনের আলোচনায় ছিল না।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা মূল দলিল থেকে অনেক দূরে সরে গেছেন। জুলাই সনদে নতুন করে সংবিধান সংস্কারের বিষয় যুক্ত করা হয়েছে, যা কমিশনের বৈঠকে কখনো আলোচিত হয়নি।
তবে প্রধান উপদেষ্টার নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত বলে জানান সালাহউদ্দিন। তিনি বলেন, গণভোটের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের বিষয়েও বিএনপি একমত। তবে গণভোটের চারটি প্রশ্ন জনগণের ওপর জবরদস্তিমূলকভাবে চাপিয়ে দেয়া হয়েছে।
বিএনপির এই নেতা আরও বলেন, সংবিধান বাস্তবায়ন আদেশের সঙ্গে জুলাইয়ে স্বাক্ষরিত সনদের বহু গরমিল রয়েছে। কিছু বিষয় মনের মাধুরী মিশিয়ে আনা হয়েছে। রাষ্ট্রে ঐক্যের পরিবর্তে বিভাজন তৈরি হচ্ছে এর দায় কি প্রধান উপদেষ্টা নেবেন?
তিনি বলেন, সার্বভৌমত্বের এখতিয়ার সংসদ ও তার সংসদের, কিছু চাপিয়ে দেয়া এখতিয়ার বহির্ভুত, যেসব ধারণা উপস্থাপন করা হচ্ছে তা সাংঘর্ষিক।
আমাজনে লিস্টেড হল প্রথম Wobble স্মার্টফোন, প্রকাশ্যে এল ডিজাইন এবং ফিচার
সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের ভূমিকা নিয়েও সমালোচনা করে তিনি বলেন, দেশে সংকট তৈরি করেছে সরকার ও কমিশন। আলোচনার বাইরে তারা গেলেন কেন? রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে যে সনদ স্বাক্ষরিত হলো, সেটাই বাস্তবায়ন হওয়ার কথা। কোনও পক্ষের প্রস্তাব রাখা হলো কি না, সেটাই এখন প্রশ্ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



