জুমবাংলা ডেস্ক : চলতি মৌসুমে রাজশাহী অঞ্চলে আবহাওয়া অনুকূলে থাকায় বোরো আবাদে বাম্পার ফলন হয়েছে। বিঘাপ্রতি ২৫ থেকে ৩০ মণ পর্যন্ত ধান উৎপাদন হয়েছে। ফলন ভালো হওয়ায় মুখে হাসি ফুটলেও আশানুরূপ দাম পাবেন কি না, এ নিয়ে শঙ্কিত কৃষকরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বরেন্দ্রের বিস্তীর্ণ মাঠজুড়ে দোল খাচ্ছে সোনাঝরা পাকা ধান। সেই ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
কৃষক কালাম, রবিউল ও ফয়সাল জানান, গত বছরেও ধানের দাম যা ছিল বর্তমানেও তাই আছে। ধানের দাম অপরিবর্তনীয় থাকলে তারা ধান উৎপাদনে আগ্রহ হারাবেন বলেও জানান।
রাজশাহী বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদফতর প্রশিক্ষণ কর্মকর্তা উম্মে ছালমা বলেন, এ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকায় কৃষকদের দ্রুত ধান ঘরে তুলতে হবে।
এবার জেলায় ৬৮ হাজার ৬০০ হেক্টর জমিতে দুই লাখ ৯৭ হাজার ৪১০ টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।