আন্তর্জাতিক ডেস্ক : পরীক্ষায় ভাল নম্বর দেওয়া হবে। এমনকি কলেজ শেষে চাকরির সুযোগও করে দেবেন! এমন কথা বলে ছাত্রীদের ভুলিয়ে কখনও নিজের বাড়িতে, আবার কখনও কলেজের মধ্যেই ধর্ষণ বা যৌন হেনস্থা করতেন এক অধ্যাপক! শুধু তা-ই নয়, গোপন ক্যামেরায় সেই সব কীর্তি রেকর্ড করে রাখতেন। পরে সেই সব ছবি ও ভিডিও দেখিয়ে ছাত্রীদের ‘ব্ল্যাকমেইল’ করতেন বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের হাতরস জেলায়।
ঘটনা প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের হাতরসের ফুলচাঁদ বগলা কলেজে। কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই অভিযুক্ত অধ্যাপককে বরখাস্ত করেছেন। যদিও পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই পলাতক তিনি।
অভিযুক্ত অধ্যাপক রজনীশ কুমার, কলেজের ভূগোল বিভাগের প্রধান। অভিযোগ, কলেজের বেশ কিছু ছাত্রীর সঙ্গে আপত্তিকর কাজকর্ম করেন তিনি। যৌন নির্যাতনও করতেন। নির্যাতিতাদের মুখ বন্ধ রাখার হুমকিও দিতেন। ভিডিও তুলে পরে ব্ল্যাকমেইল করতেন। সেই অভিযোগ প্রকাশ্যে আসার পরই পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
একটি বেনামি চিঠি লিখে থানায় বিষয়টি জানানো হয়। শুধু থানায় নয়, মহিলা কমিশনেও রজনীশের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ জমা দেওয়া হয়। এরপরই পুলিশ এবং প্রশাসন কার্যকরী পদক্ষেপ নেয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত শিক্ষক শুধু এক ছাত্রীকেই নয়, আরও অনেককে যৌন হেনস্থা করেছেন। পুলিশ ভুক্তভোগীদের বয়ান নথিভুক্ত করেছে।
সম্প্রতি, হাতরসের ওই কলেজের ছাত্রীদের কিছু আপত্তিকর ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। কে বা কারা এই ভিডিওগুলো ছড়িয়েছে, তা তদন্ত করছে পুলিশ। একই সঙ্গে ভিডিওগুলো সমাজমাধ্যম থেকে সরানোর জন্যও পুলিশের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং পুলিশ এখন পুরো ঘটনা খতিয়ে দেখছে।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।